হার্দিক-মিলারের ব্যাটে ভর করে আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্স

মঙ্গলবার আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল সঞ্জু স্যামসন এর রাজস্থান রয়েলস এবং হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত টাইটানস এর অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার যশস্বী জয়সওয়াল কে হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান রয়েলস। তবে সেই সময় দলের হাল ধরেন দুরন্ত ছন্দে থাকা জস বাটলার এবং সঞ্জু স্যামসন। 26 বলে 47 রানের দুর্দান্ত ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। অপরদিকে 56 বলে 89 রানের দুর্দান্ত ইনিংস খেলেন জস বাটলার। এছাড়াও দেবদত্ত পাডিকেল করেন 20 বলে 28 রান। এই তিন জনের ব্যাটে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 6 উইকেট হারিয়ে 189 রান তোলে রাজস্থান রয়েলস।

জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ঋদ্ধিমান সাহা। এইদিন শুভমান গিল করেন 31 বলে 35 রান। এছাড়াও 30 বলে 35 রান করেন ম্যাথু ওয়েড। 27 বলে 40 রান করেন হার্দিক পান্ডিয়া। এবং 38 বলে 68 রান করেন ডেভিড মিলার। মাত্র তিন উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাট টাইটান্স। এই ম্যাচ জিতে সরাসরি ফাইনালে চলে গেল হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামিরা।

Avatar

Koushik Dutta

X