নিউজশর্ট ডেস্কঃ রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার(Central Government) মহিলাদের আত্মনির্ভর করার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করা হচ্ছে মহিলাদের উদ্দেশ্যে। এমনই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট(Mahila Samman Savings Certificate)। ২০২৩ সালের বাজেটে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট চালু করা হয়েছিল।
এই স্কিমের অধীনে মহিলারা অন্যান্য স্কিমের থেকে বেশি সুদ পান। এখানে দু’বছরের জন্য টাকা জমা রাখা যায়। চলুন তাহলে এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই স্কিমের যে কোন বয়সের মহিলারা একাউন্ট খুলতে পারবেন। আর নাবালিকাদের ক্ষেত্রে অভিভাবকেরা তাদের অ্যাকাউন্ট খুলতে পারবেন।
সরকারি হোক কিংবা বেসরকারি দুই জায়গাতেই এই স্কিম খোলা যাবে। এছাড়া ব্যাংকের পাশাপাশি পোস্ট অফিসেও এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। বর্তমানে ব্যাংকের ফিক্সড ডিপোজিট ও পোস্ট অফিসের টার্ম ডিপোজিটের থেকে এই স্কিমে বেশি সুদ দেওয়া হচ্ছে। এখানে বর্তমানে ৭.৫% সুদ পাওয়া যাচ্ছে। যদিও প্রবীণ নাগরিকেরা সিনিয়র সিটিজেন স্কিমে বেশি সুদ পেতে পারেন। সিনিয়র সিটিজেন স্কিমে আবার ৮.২% সুদ পাওয়া যাচ্ছে। তবে এই স্কিমের ম্যাচুরিটি হবে পাঁচ বছরে।
আরও পড়ুন: Central Government: এবার দেশের মহিলারা হবেন লাখপতি! বড় ঘোষনা মোদীর, কিভাবে করবেন আবেদন?
মহিলা সম্মান সেভিংস অ্যাকাউন্টে দু’বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে হবে। তবে আপনার প্রয়োজন হলে বিনিয়োগের এক বছর পর ৪০ শতাংশ টাকা তুলে নিতে পারবেন। আর এই স্কিম চলাকালীন গ্রাহকের মৃত্যু হলে পেনাল্টি ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করা যাবে।
আর কোন কারনে যদি আপনি ছ’মাস পরে অ্যাকাউন্ট বন্ধ করে দেন। তাহলে সেক্ষেত্রে সুদের হার কমে ৫.৫% হবে। এখানে কেউ দু’বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ম্যাচুরিটি শেষে পেয়ে যাবেন ১ লক্ষ ১৬ হাজার টাকা। এই অ্যাকাউন্ট খোলার সময় ফর্ম এক ফিলাপ করতে হবে। এর সাথে কেওয়াইসি ডকুমেন্ট যেমন আধার কার্ড, প্যান কার্ড ও ছবি জমা দিতে হবে। ২০২৫ সাল পর্যন্ত এই স্কিমের সুবিধা নেওয়া যাবে।