নিউজশর্ট ডেস্কঃ আর্থিক বিশেষজ্ঞরা সবসময় বলে থাকেন, শুধু অর্থ উপার্জন নয়, অর্থ সঞ্চয় করা খুব জরুরি। ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় সরকার সাধারণ মানুষের কথা ভেবে বেশকিছু সঞ্চয় প্রকল্প চালু করেছে। এমনই একটি স্কিম হল মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম।
এখানে ২ বছরের জন্য টাকা জমা রাখতে পারবেন এবং তারপরে মোটা টাকা রিটার্ন মিলবে। এই স্কিমে এখন ৭.৫ শতাংশ সুদ অফার করা হচ্ছে। আপনি যদি এই স্কিমে ৫০০০০ হাজার, ১ লক্ষ কিংবা ২ লক্ষ টাকা জমা রাখেন তাহলে কত টাকা রিটার্ন পাবেন সেই হিসাব আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানানো হলো। তবে একটা জিনিস মনে রাখবেন, এই স্কিমে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যেতে পারে।
বর্তমান সুদের হারের হিসাব অনুযায়ী, এই স্কিমে ৫০ হাজার টাকা রাখেন, তাহলে ৭.৫ শতাংশ হারে সুদে তিনি সুদ পাবেন ৮০১১ টাকা। অর্থাৎ ২ বছর পর তার হাতে আসবে ৫৮, ০১১ টাকা। আবার যদি ১ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে ম্যাচুরিটির পর পাবেন ১,১৬,০২২ টাকা। আবার ২ লক্ষ টাকা ইনভেস্ট করলে সুদ হিসেবে পাবেন ২,৩২,০৪৪ টাকা।
এই স্কিমটি যেকোনো ব্যাংকে বা পোস্ট অফিসে গিয়ে মহিলারা খুলতে পারবেন। এছাড়া নাবালিকদের ক্ষেত্রে অভিভাবকেরা এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্ট খোলার সময় ফর্ম ফিলাপ করতে হবে। এই ফর্মের সঙ্গে কেওয়াইসি ডকুমেন্ট যেমন আধার কার্ড, প্যান কার্ড ও ছবি জমা দিতে হবে। ২০২৫ সাল পর্যন্ত এই স্কিমের সুবিধা নেওয়া যাবে।
আর কেউ যদি ম্যাচুরিটির আগে টাকা তুলে নিতে চান, তাহলে এক বছর পর টাকা তুলতে পারবেন। এই এক বছরে আপনি আপনার টাকার ৪০ শতাংশ তুলে নিতে পারবেন। এছাড়া এই স্কিম চলাকালীন অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে বা অসুস্থ হয়ে পড়লে ৬ মাস পর এই একাউন্ট বন্ধ করা যাবে। সেক্ষেত্রে সুদের হার ২% কমিয়ে দেওয়া হবে।