Make in India Big Sucess Modiji inaugarated Spanish Plane Manufacturing Unit in Vadodara Gujrat with Spanish President Pedro Sanchez

‘Made in India’র বিরাট সাফল্য! স্প্যানিশ প্রেসিডেন্টের সাথে বিমান উৎপাদনকেন্দ্র উদ্বোধন করলেন মোদী

পার্থ মান্নাঃ বিগত কয়েক বছরে মেড ইন ইন্ডিয়া প্রকল্পে ব্যাপক সারা মিলেছে। একদিকে যেমন দেশীয় পদ্ধতিতে উৎপাদন বেড়েছে তেমনি বহু আন্তর্জাতিক সংস্থা ভারতে নিজেদের কারখানা স্থাপন করেছে। এরফলে অর্থনৈতিক বৃদ্ধি যেমন ঘটেছে তেমনি কর্মসংস্থানও হয়েছে। এবার মেড ইন ইন্ডিয়া প্রকল্পে আরও একটি বড় সাফল্য লাভ করল ভারত। জানা যাচ্ছে এবার গুজরাতেই তৈরী হবে স্প্যানিশ প্রুযুক্তির উড়োজাহাজ।

গুজরাটে স্প্যানিশ বিমান উৎপাদনকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সম্প্রতি গুজরাটের ভাদোদরাতে একটি বিমান উৎপাদন কেন্দ্র চালু হল। আজ অর্থাৎ সোমবার সেই বিমান কারখানার শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসাথে আজকের উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো স্যাঞ্চেজ। এর মাধ্যেম ভারত-স্পেনের সম্পর্ক যেমন আরও নিবিড় হল তেমনি দেশে C-295 বিমান তৈরী করা সম্ভব হবে।

১৮ বছরে প্রথম ভারতে সফরে স্প্যানিশ প্রেসিডেন্ট

আজকের দিনটি শুধুমাত্র বিমান উৎপাদনকেন্দ্র চালুর জন্য যেমন ইতিহাসের পাতায় নাম তুলবে। তেমনি আরও একটি বিশেষ কারণ রয়েছে। বিগত ১৮ বছর সময়ে কোনো প্রেসিডেন্ট ভারত সফরে আসেননি। তবে আজ স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো স্যাঞ্চেজ মোদিজির সাথে একসাথেই কেন্দ্রটির উদ্বোধন ও পরিদর্শন করেন।

ভাদোদরাতে বিশেষ রোড শোয়ের আয়োজন

আজকের দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য একটি রোড শোয়ের আযোজন করা হয়েছিল। যেখানে মোদিজী ও পেদ্রো উভয়েই উপস্থিত ছিলেন। এদিন ভারত ও স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে শুরু করে একেঅপরের সহযোগিতা করা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনাও হয়েছে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, ২০২১ সালেই স্পেনের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যেখানে ৫৬টি এয়ারবাস C-295 কেনার জন্য ২৫০ কোটি মার্কিন ডলারের চুক্তি হয়। এর মধ্যে ১৬টি প্লেন স্পেন থেকে আসলেও ৪০টি তৈরী হবে গুজরাটের ভাদোদরার এই বিমান উৎপাদন কেন্দ্রেই। ফলে কর্মসংস্থান যেমন হবে তেমনি গুজরাটের আর্থিক সমৃদ্ধিও বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

এদিন বিমান উৎপাদন কেন্দ্রের উদ্বোধনের সময় মোদীজি জানান, ‘এই বিমান নির্মাণ কেন্দ্র ভারত ও স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা নতুন মাত্রায় পৌঁছে দেবে। Make in India Make for World এর অভিযানকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে’। একইসাথে এদিন প্রয়াত রতন টাটাকে স্মরণ করে তিনি জানান, আজ যদি রতন টাটা আমাদের মধ্যে থাকতেন তাহলে তিনি সবচেয়ে বেশি খুশি হতেন। তাঁর আত্মার যেখানেই থাকুক না কেন আজ আনন্দে ভরে গিয়েছে’।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X