পার্থ মান্নাঃ বিগত কয়েক বছরে মেড ইন ইন্ডিয়া প্রকল্পে ব্যাপক সারা মিলেছে। একদিকে যেমন দেশীয় পদ্ধতিতে উৎপাদন বেড়েছে তেমনি বহু আন্তর্জাতিক সংস্থা ভারতে নিজেদের কারখানা স্থাপন করেছে। এরফলে অর্থনৈতিক বৃদ্ধি যেমন ঘটেছে তেমনি কর্মসংস্থানও হয়েছে। এবার মেড ইন ইন্ডিয়া প্রকল্পে আরও একটি বড় সাফল্য লাভ করল ভারত। জানা যাচ্ছে এবার গুজরাতেই তৈরী হবে স্প্যানিশ প্রুযুক্তির উড়োজাহাজ।
গুজরাটে স্প্যানিশ বিমান উৎপাদনকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
সম্প্রতি গুজরাটের ভাদোদরাতে একটি বিমান উৎপাদন কেন্দ্র চালু হল। আজ অর্থাৎ সোমবার সেই বিমান কারখানার শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসাথে আজকের উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো স্যাঞ্চেজ। এর মাধ্যেম ভারত-স্পেনের সম্পর্ক যেমন আরও নিবিড় হল তেমনি দেশে C-295 বিমান তৈরী করা সম্ভব হবে।
১৮ বছরে প্রথম ভারতে সফরে স্প্যানিশ প্রেসিডেন্ট
আজকের দিনটি শুধুমাত্র বিমান উৎপাদনকেন্দ্র চালুর জন্য যেমন ইতিহাসের পাতায় নাম তুলবে। তেমনি আরও একটি বিশেষ কারণ রয়েছে। বিগত ১৮ বছর সময়ে কোনো প্রেসিডেন্ট ভারত সফরে আসেননি। তবে আজ স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো স্যাঞ্চেজ মোদিজির সাথে একসাথেই কেন্দ্রটির উদ্বোধন ও পরিদর্শন করেন।
A boost to ‘Make in India’ and India-Spain cooperation!
The President of the Government of Spain, Mr. Pedro Sánchez and I inaugurated the aircraft complex in Vadodara, where the C-295 aircraft will be manufactured. #C295MadeInIndia @sanchezcastejon pic.twitter.com/pndM1PiLH5
— Narendra Modi (@narendramodi) October 28, 2024
ভাদোদরাতে বিশেষ রোড শোয়ের আয়োজন
আজকের দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য একটি রোড শোয়ের আযোজন করা হয়েছিল। যেখানে মোদিজী ও পেদ্রো উভয়েই উপস্থিত ছিলেন। এদিন ভারত ও স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে শুরু করে একেঅপরের সহযোগিতা করা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনাও হয়েছে বলে জানা যাচ্ছে।
In Vadodara, held productive discussions with the President of the Government of Spain, Mr. Pedro Sánchez. We took stock of the progress in India-Spain relations across diverse sectors. We wish to add even more momentum in our bilateral ties, especially in trade, commerce,… pic.twitter.com/UmpeAuHTqz
— Narendra Modi (@narendramodi) October 28, 2024
জানা যাচ্ছে, ২০২১ সালেই স্পেনের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যেখানে ৫৬টি এয়ারবাস C-295 কেনার জন্য ২৫০ কোটি মার্কিন ডলারের চুক্তি হয়। এর মধ্যে ১৬টি প্লেন স্পেন থেকে আসলেও ৪০টি তৈরী হবে গুজরাটের ভাদোদরার এই বিমান উৎপাদন কেন্দ্রেই। ফলে কর্মসংস্থান যেমন হবে তেমনি গুজরাটের আর্থিক সমৃদ্ধিও বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
এদিন বিমান উৎপাদন কেন্দ্রের উদ্বোধনের সময় মোদীজি জানান, ‘এই বিমান নির্মাণ কেন্দ্র ভারত ও স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা নতুন মাত্রায় পৌঁছে দেবে। Make in India Make for World এর অভিযানকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে’। একইসাথে এদিন প্রয়াত রতন টাটাকে স্মরণ করে তিনি জানান, আজ যদি রতন টাটা আমাদের মধ্যে থাকতেন তাহলে তিনি সবচেয়ে বেশি খুশি হতেন। তাঁর আত্মার যেখানেই থাকুক না কেন আজ আনন্দে ভরে গিয়েছে’।