একদিনে ১০৬ পাতার কোডিংয়ের বই! ১১ বছরের বাঙালী খুদের কৃতিত্বে তাজ্জব গোটা বিশ্ব

মানুষের প্রতিভাকে কাজে লাগিয়ে যে কোনো কঠিন কাজ করা সম্ভব হয়। বর্তমান সময়ে খুদেদের অসামান্য সব প্রতিভা তাক লাগিয়ে দিয়েছে বড়োদের। এমনই এক খুদে অনুব্রত সরকার। সে আলিপুরদুয়ারের বাসিন্দা। মাত্র ৮ বছর বয়সে অ্যাপ তৈরি করেছে সে। এমনকি ১১ বছর বয়সে কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপর একটা গোটা বই লিখে ফেলেছে এই খুদে।

আর অনুব্রতর এই কাজ গোটা বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছে। মাত্র একদিনে কোডিং এর ওপর ১০৬ পাতার বই লিখে সারা বিশ্বের কাছে বাংলার মুখ উজ্জ্বল করেছে অনুব্রত। তাঁর এই বইয়ের নাম ‘কোড ওয়ার্ল্ড’। অনুব্রতর পরিবারের তরফ থেকে জানা গেছে, মাত্র পাঁচ বছর বয়সে কম্পিউটারে হাতেখড়ি, তৃতীয় শ্রেণী থেকেই সে রিজওনিং; কোডিং-ডিকোডিং এই বিষয়ে প্র্যাকটিস শুরু করে দেয়।

অনুব্রতর লেখা বই বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হয়ে গেছে। এই বই আমাজনকে পাঠানোর ১৬ ঘন্টার মধ্যেই বিরাট স্বীকৃতি লাভ করেছিল। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বিশ্বের ১২টি দেশে বিক্রি হচ্ছে এই বই। অনুব্রতর লেখা এই বইতে ফায়ারবেস, পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্টের মতো বহু জটিল বিষয় নিয়ে সহজভাবে লেখা আছে। গুগল-কর্তা সুন্দর পিচাই-এর জন্মদিনে তাঁকে এই বই উপহার দিয়েছিল অনুব্রত।

তাঁর বাবা এবং মা দুজনেই শিক্ষক। তাঁর বাবা কৌশিক সরকার, আলিপুরদুয়ারের জিৎপুর হাইস্কুলের শিক্ষক এবং মা শান্তা ভট্টাচার্য নিউটাউন বালিকা শিক্ষামন্দির স্কুলের শিক্ষিকা। অনুব্রতের বাবা জানিয়েছেন যে ছোট থেকেই কম্পিউটার আর অঙ্কের উপর ভীষণ ঝুঁকি তাঁর ছেলের। আট বছর বয়সে অ্যাপবানানো শুরু করে, ইতিমধ্যেই ৬ টি অ্যাপ বানিয়ে ফেলেছে বলে তিনি জানিয়েছেন। তাঁর এই প্রতিভা দেখে বিস্মিত হয়েছে খোদ তাঁর বাবা-মা।

Papiya Paul

X