পশ্চিমবঙ্গে রাজ্য বিস্তারের পর এবার গোয়ার উদ্দেশ্যে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়া থেকে বিজেপিরকে উৎখাত করার জন্য সংকল্প গ্রহণ করেছেন তিনি। সফরের দ্বিতীয় দিনে বড়োসড়ো চমকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে চমকে দিয়ে টেনিস তারকা লিয়েন্ডার পেজ গ্রহণ করলেন তৃণমূল নেত্রীর আহ্বান।
এদিন বুদ্ধিজীবীদের মাঝে বাংলার উন্নয়নের গল্প শোনালেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, “পশ্চিমবঙ্গে এখন সমস্ত সুযোগ সুবিধা বিনামূল্যে পাওয়া যায়। ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র গোয়া, কিন্তু দুঃখের বিষয় সেখানে এখনো কোনো কর্মসংস্থান নেই। বুদ্ধিজীবীদের কাছে বাংলায় চলা সমস্ত প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, বিজেপি ভোট ছাড়া কিছু বোঝে না। কিন্তু আজ বাংলায় এসে দেখুন। চিকিৎসা থেকে শিক্ষা সবকিছু ফ্রি। পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। আমরা বিভাজনের রাজনীতির কোনদিন করিনি। মারা গেলে যেমন সাহায্য করি তেমন বিয়েতেও সাহায্য করি। বাংলার সমস্ত মহিলাদের উদ্দেশ্যে লক্ষী ভান্ডার চালু করেছি। ক্রীড়া হোক অথবা ক্লাব, সর্বক্ষেত্রে আমরা সাহায্য করার চেষ্টা করেছি”।
শেষে তিনি বলে ওঠেন, “বাংলা যদি পারে তাহলে গোয়া পারবে না কেন? গোয়া কী এতই বেকার? যুব সম্প্রদায় কেন নিজের পায়ে দাঁড়াতে পারছে না? আমরা ওদের সাহায্য করতে চাই। কিন্তু তার আগে আপনাদের আমাদের সাহায্য করতে হবে। আপনাদের এবং আমাদের পছন্দ অনেকটাই এক। আপনাদের যেমন গোয়া আছে আমাদের আছে দীঘা। তাই চলুন একসাথে কাজ করে একটি সুন্দর জীবন শুরু করা যাক”।
উল্লেখ্য, গোয়ায় তিনদিনের মুখ্যমন্ত্রীর এই সফর খুবই তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। বাংলার পর এবার গোয়াতে আধিপত্য বিস্তার করার জন্য এখন থেকেই তৈরি তৃণমূল কংগ্রেস।