বুধবার হঠাৎ করেই মৃত্যু হয় বিজেপি নেতা তথা মগরাহাটের পরাজিত বিজেপি প্রার্থী মানস সাহার। বিজেপি সূত্রে দাবি করা হয় ভোট গণনার দিন তৃণমূল কর্মী সমর্থকদের মারে গুরুতর আহত হন মানস সাহা, তারপর থেকেই তার শরীরের নানান অসুবিধা দেখা দেয়। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকার পর বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর মানস সাহার ডেথবডি নিয়ে বৃহস্পতিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে যান বিজেপি কর্মী-সমর্থকরা, উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।
তার বাড়ির সামনে বিজেপি নেতার মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনায় বেজায় চটেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই ভোট প্রচারে গিয়ে পাল্টা বিজেপি নেতাদের বাড়ির সামনে পচা কুকুর ফেলে আসার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার ভবানীপুরের 71 নম্বর ওয়ার্ডের এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ তুমি আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছো? তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুরের ডেডবডি? ভাল হবে? মেশিনারি আমার কাছে নেই? এক সেকেন্ড লাগবে। পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসবো। তুমি খেতে পারবে না ১০ দিন গন্ধে। বদমাইশি করতে চাইলে কী না করা যায়’।