বাংলার পাশাপাশি এবার গোয়াতে নিজের রাজ্য বিস্তার করার জন্য প্রস্তুত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি রয়েছেন গোয়াতে এবং সেখানে সকলকে তৃণমূলে দীক্ষিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই লিয়েন্ডার পেজ যোগদান করেছেন তৃণমূলে, যা তৃণমূলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
তবে বরাবর তৃণমূলকে হিন্দু বিরোধী আখ্যা দিয়ে এসেছে প্রধান বিরোধী শিবির বিজেপি। এবারও তার অন্যথা হলো না। সরাসরি একটি ভিডিও ক্লিপিং তুলে ধরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিজেপির আইটি সেল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি তুলে ধরেছেন অমিত মালব্য।ভিডিওটি দেখিয়ে মুখ্যমন্ত্রীকে হিন্দুবিরোধী আখ্যা দিয়েছে গেরুয়া শিবির। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করতে না করতেই ভাইরাল হয়ে যায়। কি রয়েছে সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যাচ্ছে, গোয়ার মংগেশ্বর মন্দিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত রয়েছেন আরো অনেকে। মন্দিরে পুরোহিত মশাই মন্ত্র পড়েছেন এবং সামনে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
ভিডিওতে দেখা যাচ্ছে, মন্দিরের পুরোহিত চরণামৃত মতো কোনো একটি তরল মুখ্যমন্ত্রীর হাতে দিচ্ছেন, যেটি মুখ্যমন্ত্রী সাথে নিয়ে মাথার উপর ছিটিয়ে দেন। খানিকটা গঙ্গার জল ছেটানোর মত সেটি মাথায় দেন মুখ্যমন্ত্রী। এই তরল পদার্থকে চরণামৃত বলে দাবি করেছে বিজেপি শিবির।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “গোয়ায় মংগেশ্বর মন্দিরে চরণামৃত ছেটাতে গিয়েছিলেন তিনি। হিন্দু বিরোধী নামে এবার রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদবের পর এবার যোগ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও”।