Mamata Banerjee

স্বাস্থ্যসাথী, লক্ষীর ভান্ডার এখন অতীত, এবার ৫০০০ টাকা করে মহিলাদের দেবে মমতা ব্যানার্জীর নতুন প্রকল্প!

সাধারণ মানুষের কথা চিন্তা করে একগুচ্ছ প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার (West Bengal Government)। সরকারি প্রকল্পগুলির থেকে উপকৃতও হচ্ছেন আমজনতা। মহিলাদের স্বনির্ভর করতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলারা ৫০০ টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতির শ্রেণীর মহিলারা পান ১০০০ টাকা করে।

তবে এবার এই প্রকল্পকে বাজিমাত করতে মমতার সরকার নিয়ে এলো নতুন প্রকল্প। ৫০০ বা ১০০০ নয়। এবার থেকে মাসে ৫০০০ টাকা করে পাবেন মহিলারা। কিভাবে আবেদন করবেন এই প্রকল্পের জন্য? কারাই বা পাবেন এই সুবিধা? বিস্তারিত জানতে পড়ুন আমাদের এই বিশেষ প্রতিবেদন।

মাত্র কয়েকদিন আগেই রাজ্য জুড়ে বসেছিল দুয়ারে সরকারের ক্যাম্প। স্বাস্থ্য সাথী কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার সব রকম কাজই হয়েছে সেখানে। এমনকি মানুষের যাতে অসুবিধা না হয় সে কারণে নিয়মে দেওয়া হয়েছিল ঢিল। বিশেষত লক্ষীর ভান্ডারে।

২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে ভোটমুখী রাজনীতিতে ভালো প্রভাব ফেলেছিল লক্ষীর ভান্ডার প্রকল্পটি। আর এবার ‘জাগো প্রকল্প’ নামের একটি প্রকল্প নিয়ে হাজির হলো মমতা সরকার। এই প্রকল্পে প্রতি মাসে ৫০০০ টাকা করে অনুদান পাবেন রাজ্যের মহিলারা। এই প্রকল্প যে আরও বেশি হিট হবে সে কথা বলাই বাহুল্য।

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?

এই প্রকল্পের সুবিধা পেতে গেলে রাজ্যের মহিলাদের মানতে হবে বেশ কিছু নিয়ম। এক নজরে দেখে নিন সেই তালিকা।

1) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

2) ১৮ বছরের বেশি বয়স হতে হবে।

3) আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।

4) স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। গোষ্ঠীকে অন্তত এক বছরের বেশি পুরনো হতে হবে।

5) অতীতে ওই স্বনির্ভর গোষ্ঠীর ঋণ নেওয়ার রেকর্ড থাকতে হবে।

Avatar

Additiya

X