নিউজ শর্ট ডেস্ক: মমতা শংকর (Mamata Shankar) নামটাই যথেষ্ট! আট থেকে আশি গোটা বাংলার মানুষের কাছে তিনি গর্ব। তাঁর নাচ কিংবা অভিনয় সবেতেই মুগ্ধ হয়ে যান অনুরাগীরা। বরাবরই অত্যন্ত মার্জিত সাজ পোশাকেই দেখা যায় এই বর্ষিয়ান নৃত্যশিল্পীকে। তবে নিজের পেশার পাশাপাশি চুটিয়ে সংসারও করেন মমতা শংকর।
তাই অভিনয় আর নাচের পাশাপাশি ছেলে-বৌমা নাতি-নাতনিদের নিয়ে হইহই করেই বাঁচতে ভালোবাসেন তিনি। কিন্তু সম্প্রতি নতুন প্রজন্মের মেয়েদের সাজ পোশাক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই বর্ষীয়ান শিল্পী। বিশেষ করে তাঁর কথায় বারবার আপত্তি উঠে এসেছে এখনকার প্রজন্মের মেয়েদের শাড়ি পরার ধরন কিংবা অকারণ শরীর দেখানোর প্রবণতা নিয়ে।
যা নিয়ে তুলোধোনা করে এদিন আনন্দবাজার অনলাইনে অভিনেত্রী বলেছেন,’আমি শাড়ি পরব কিন্তু আঁচলটা জায়গা মতো থাকবে না, এটা ভাবনাটা বুঝতে পারি না। ক্ষমা করবেন, এটা বলছি বলে- যাদের আমরা রাস্তার মেয়ে বলতাম, যাঁরা ল্যাম্পপোস্টের নীচে দাঁড়িয়ে থাকে এমন মেয়ে বলতাম, তাঁরা এইরকমভাবে দাঁড়াত। কিংবা গ্রামে কাজ করতে গিয়ে আঁচল সরে গেল সেটা দোষের ছিল না। এঁরা মানুষকে অ্য়াট্রাক্ট করার জন্য দাঁড়িয়ে থাকেন, এটা তাঁদের পেশা, আমি তাঁদেরও শ্রদ্ধা করছি।’
এখানেই শেষ নয় সেইসাথে এদিন কড়া ভাষায় তিনি আরও বলেছেন ‘আজকাল যাঁরা বিনা কারণে ওইরকমভাবে শাড়ি পরনে। এবং তারপর লোকে কিছু বললে রেগে যান। বলেন মেয়েদের নীচু করা হচ্ছে। মেয়েরাই তো মেয়েদের নীচু করছি আমরা। আমি সেটার বিরুদ্ধে। একটা শালীনতার জায়গা আছে যেখানে পুরুষ আমাদের সম্মান দেবে। পুরুষ সম্মান দেবে কোথা থেকে? যদি আমার নিজের আত্মমর্যাদা না থাকে!’
আরও পড়ুন: কৌশিকীকে হারিয়ে সেরা ননদ ‘পুতুল’! ক্ষেপে লাল ‘জগদ্ধাত্রী’র ভক্তরা
এই সমাজের প্রত্যেক মানুষ জাজমেন্টাল সেকথা মেনে নিয়েই এদিন অভিনেত্রী জানিয়েছেন, মেয়েদের এমন ইমপ্রেশন দেওয়ারই দরকার নেই যে আমরা সহজলভ্য। তাই তিনি মনে করেন পোশাক নির্বাচনের ক্ষেত্রে মেয়েদের নাকি আরও সচেতন হওয়া উচিত ।