পার্থ মান্নাঃ রাজ্যে দুর্গাপুজো (Durgapuja 2024) এর প্রস্তুতি চলছে জোরকদমে। তবে আরজি কর কাণ্ডের (RG Kar) পর অনেক পুজো কমিটি সরকারি অনুদান গ্রহণে দ্বিধাগ্রস্ত হয়েছে। পূর্ব বর্ধমানের (Burdwan) ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী সম্প্রতি পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান গ্রহণের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ছবি টাঙানোর জন্য নির্দেশ দিয়েছেন।
বিধায়কের হুঁশিয়ারি
সোমবার ভাতার থানায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে মানগোবিন্দ অধিকারী বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী পুজোর জন্য যে টাকা দিচ্ছেন, তার জন্য তাঁর ছবি যেন প্রতিটি প্যান্ডেলে টাঙানো থাকে। এটা সরকারের টাকা, আর মুখ্যমন্ত্রী সরকারের প্রতিনিধি। যারা টাকাটা নিচ্ছেন অথচ মুখ্যমন্ত্রীর ছবি টাঙাচ্ছেন না, তাদের জন্য এটি খুবই অশোভনীয়।”
বিধায়কের এই বক্তব্যের সময় সেখানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়, বিডিও দেবজিৎ দত্ত, এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারাও। তাছাড়া এই দিনেই পুজো কমিটিগুলির ডিজে বাজানোর বিষয়ে পুলিশকে সচেতন থাকার কথাও বলেন বিধায়ক মশাই।
পুজো কমিটির অবস্থান
বিধায়কের এমন বক্তব্যের প্রেক্ষিতে, অনেক পুজো কমিটি সরকারি অনুদান গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে, যারা এখনও অনুদান নিচ্ছেন, তাদের জন্য এই নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিধায়ক বলেছেন, “যদি মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে আপত্তি থাকে, তাহলে অনুদান গ্রহণ না করার কথাও ভাবতে হবে।”
জেলা পরিষদের প্রতিক্রিয়া
জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বিধায়কের বক্তব্যকে একটি সাধারণ প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “কৃতজ্ঞতা প্রকাশের জন্য তিনি যে কথাগুলি বলেছেন, তা একেবারে স্বাভাবিক।”
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর রাজ্যের পুজো কমিটিগুলির মধ্যে এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এদিকে, দুর্গাপুজো 2024-কে কেন্দ্র করে রাজ্য সরকার থেকে প্রদত্ত অনুদান এবং তার ব্যবহারের সঠিকতা নিয়ে আলোচনা চলছে। আগামী দিনগুলোতে এই বিষয়গুলি কেন্দ্র করে রাজনীতির পরিবেশ আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।