Entertainment,Manali Dey,Didi No 1,Zee Bangla,বিনোদন,জি বাংলা,দিদি নম্বর ১,মানালি দে

Additiya

বিয়ের দু’বছর পরেও পূরণ হয়নি স্বপ্ন, প্রকাশ্যেই স্বামীকে হুঁশিয়ারি অভিনেত্রী মানালির

টলিপাড়ার জনপ্রিয় মুখ মানালি দে(Manali Dey)। একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। ষ্টার জলসায়(Star Jalsa) সদ্য সমাপ্ত হয়েছে ‘ধুলোকণা'(Dhulokona) ধারাবাহিক। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী মানালি দে’কে। তবে কেবলমাত্র বাংলা ধারাবাহিকেই নয়, তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মেও। ‘ইন্দু ২’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে এই অভিনেত্রীকে।

   

‘ধুলোকণা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ করেই রাতারাতি বন্ধ হয়ে যায় ‘বেঙ্গল টপার’ এই সিরিয়াল। ১৬ মাসের মধ্যেই সফর শেষ হয় লালন-ফুলঝুরির। বস্তি নিবাসী দুই তরুণ-তরুণীর প্রেমের কাহিনি ধরা পড়েছিল এই ধারাবাহিকে। যদিও তাঁরা দুজনেই ছিলেন অসাধারন সংগীতশিল্পী।

ধারাবাহিক জীবনে তাঁকে যেমন চরিত্রেই দেখা যাক না কেন। বাস্তবে কিন্তু তিনি একেবারেই আলাদা। ২০২০ সালের ১৫ অগস্ট বিবাহিত জীবন শুরু করেন সকলের প্রিয় ফুলঝুরি ওরফে ‘মানালি দে’। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে শুরু করেন নতুন জীবনের পথ চলা। তবে বিয়ের দুবছর কেটে গেলেও স্বামী অভিমন্যুকে নিয়ে খুশি নন অভিনেত্রী।

দিদি নম্বর-১-এর মঞ্চে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সেই মঞ্চ থেকেই স্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। রচনা বন্দ্যোপাধ্যায়কে শোনালেন তাঁর দুঃখের কাহিনি। তবে এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। দিদি নম্বর-১-র মঞ্চ থেকেই স্বামী অভিমন্যুকে দিলেন কড়া হুঁশিয়ারি।

আসলে রচনা ব্যানার্জি তাদের পরিবার পরিকল্পনার কথা বললে মানালি জানায়,’বিয়ের দু’বছর কেটে গেলেও এখনও মধুচন্দ্রিমায় যেতে পারলাম না। বরের সঙ্গে হাত ধরে সমুদ্র দেখলাম না, সেখানে আর কী পরিকল্পনা করব!’দুজনেই নিজেদের কাজ নিয়ে এত ব্যস্ত থাকায় সময় বের করে উঠতে পারছে না এই জুটি। কিন্তু এদিন মঞ্চে এসে ফুলঝুরি সরাসরি তার স্বামীকে হুমকি দিয়ে বলেছেন যে এই বছরের মধ্যে যদি মধুচন্দ্রিমায় না নিয়ে যায় তা হলে তিনি তার বন্ধুদের সঙ্গেই ঘুরতে চলে যাবেন।