Indian Railways annoucement about Sleeper Vande Bharat Express trains

বসে নয় এবার শুয়েও হবে যাত্রা, প্রকাশ্যে এল স্লিপার বন্দে ভারত ট্রেন লঞ্চের দিনক্ষণ থেকে ভাড়া!

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় রেলের (Indian Railways) অন্যতম প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এখনও পর্যন্ত এই ট্রেনে নরমাল ও এক্সিকিউটিভ এই দুইভাবে বসে যাত্রা করা যেত। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর রেলের পরিষেবাকে আরও উন্নত ও আরামদায়ক করার শপথ নিয়েছেন তিনি। ফলস্বরূপ জানা যাচ্ছে চেন্নাইয়ের ICF থেকে খুব শীঘ্রই আসছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস (Sleeper Vande Bharat Express)

শুরুতেই যদিও গোটা দেশের জনগণের জন্য চলবে না ট্রেনটি। প্রাথমিকভাবে ৫-৬ মাস ট্রায়াল হিসাবে চালানো হবে। তারপর সকলের জন্য চালু হয়ে যাবে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। যারফলে দ্রুতগতির যাত্রা নিশ্চিন্তে ঘুমিয়েও করতে পারবেন যাত্রীরা। জানা যাচ্ছে আগামী অগাস্ট মাসেই প্রথম বন্দে ভারত আসবে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে।

কবে আসবে প্রথম স্লিপার বন্দে ভারত?

২০২৯ সালের মধ্যে দেশে ৩০০ এরও বেশি বন্দে ভারত ট্রেন চলবে। যার মধ্যে স্লিপার ও সিটিং উভয়ই থাকবে। রেলের এক উচ্চপদস্ত কর্তার মতে, স্লিপার বন্দে ভারত প্রায় ১৩০ কিমি প্রতি ঘন্টা বেগে চলবে। পরবর্তীকালে সেটা ১৬০-২২০ কিমি গতিবেগে চলবে। এছাড়াও ৪০০ এরও বেশি অমৃত ভারত এক্সপ্রেস লঞ্চ হবে।

Sleeper Vande Bharat

আরও পড়ুনঃ কেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছে ৪৫৬ টাকা? এবার প্রকাশ্যে এল আসল কারণ

আশা করা হচ্ছে ভারতের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ডিসেম্বর বা জানুয়ারি মাসেই দিল্লি-কলকাতা বা দিল্লি-মুম্বাই রুটে চালু হতে পারে। কেমন হবে ট্রেনের বগি স্ট্রাকচার সেই সম্পর্কেও ধারণা পাওয়া গিয়েছে। মোট ১৬টি বগি থাকবে যার মধ্যে ১০টি AC 3, ৪টি AC 2 ও একটি হবে AC 1, সাথে থাকবে সামনের মূল ইঞ্জিন।

স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কত হতে পারে?

যেহেতু এই মুহূর্তে ট্রেনটি লঞ্চ হয়নি তাই এখনও পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়নি। তবে শতাব্দী বা রাজধানী এক্সপ্রেসের তুলনায় ১০-১৫% বেশি ভাড়া হবে এমনটাই মনে করা হচ্ছে। এমনকি রাজধানীর বদলে স্লিপার বন্দে ভারত ও শতাব্দীর বদলে সিটিং বন্দে ভারত এক্সপ্রেস চালানোও হতে পারে।

যেমনটা জানা যাচ্ছে, স্লিপার বন্দে ভারতে একসাথে ৮২৩ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। যার ৬১১ জন এসি ৩, ১৮৮ জন এসি ২ ও ২৪ জন এসি ১ হিসাবে যাত্রা করবেন। তাছাড়া অটোমেটিক দরজা থেকে লাইট, দুর্দান্ত ডিজাইনের দুর্গন্ধমুক্ত টয়লেট থেকে শুরু করে আরামদায়ক সিট ও শোবার ব্যবস্থা থাকবে এই ট্রেনে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X