Manasi Sinha

anita

Manasi Sinha: রাঙা বউ শেষ হওয়ার পর নেই কোনো কাজ! মন খুলে যা বললেন মানসী

নিউজ শর্ট ডেস্ক: বাংলা ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন মানসী সিনহা (Manasi Sinha)। নিজের অভিনয় গুনেই বাংলা জোড়া খ্যাতি রয়েছে তাঁর। ছোট পর্দা থেকে বড় পর্দা দীর্ঘদিনের অভিনয় জীবনে দাপিয়ে কাজ করে চলেছেন তিনি। বেশিরভাগ বাংলা সিরিয়ালই (Bengali Serial) কমেডি চরিত্রে অভিনয় করলেও,অনেক সময় এই প্রবীণ অভিনেত্রীকে খুব পজেটিভ এবং নেগেটিভ চরিত্রেও দেখা গিয়েছে।

   

জনপ্রিয় এই অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছে জি বাংলার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘রাঙা বউ’তে (Ranga Bou)।এই সিরিয়ালে তিনি বেলা’র  চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। ইতিপূর্বে ‘অগ্নিপরীক্ষা’, ‘কন্যাদান’, ‘ভুতু’, রাগে অনুরাগে’, ‘পটলকুমার গানওয়ালা’, ‘প্রথম প্রতিশ্রুতি’, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘এই পথ যদি না শেষ হয়’, সহ এক গুচ্ছ বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।

এছাড়াও বড় পর্দাতেও অভিনয় করেছেন মানসী। আদতে থিয়েটারের জগতের মানুষ তিনি। তবে গত বছরের ডিসেম্বর মাসে জি বাংলার পর্দার রাঙা বউ শেষ হওয়ার পর এখনও পর্যন্ত নতুন কোন সিরিয়ালে ফিরতে দেখা যায়নি তাঁকে। তবে কি হাতে কোন কাজ নেই অভিনেত্রীর?

মানসী সিনহা,Manasi Sinha,বাংলা সিরিয়ালই (Bengali Serial,রাঙা বউ,Ranga Bou,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

নাকি রাজনীতিতে প্রবেশের কারণেই আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি ? এ প্রসঙ্গে সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন ‘রাঙা বউ’ ধারাবাহিক শেষ হওয়ার পর গত তিন মাস নাকি তাঁর হাতে  কোন কাজ আসেনি। তবে অভিনেত্রীর  দাবি রাজনীতির সাথে তার অভিনয় করার কিংবা কাজ পাওয়ার কোন  সম্পর্ক নেই।

আরও পড়ুন: স্বয়ম্ভূ নয়, এই পুরুষের প্রেমে মজেছেন জগদ্ধাত্রী! প্রকাশ্যে অঙ্কিতার প্রেমিকের ছবি

মানসী সিনহা,Manasi Sinha,বাংলা সিরিয়ালই (Bengali Serial,রাঙা বউ,Ranga Bou,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সেইসাথে কাজ না পাওয়া নিয়ে কোন আক্ষেপ নেই বলেও জানিয়েছেন তিনি। বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী বাস্তব জীবনে দারুণ স্পষ্টবাদী। তাঁর  মতে ভালো অভিনয় করা সত্ত্বেও কাজ নেই হাতে, এই নিয়ে আগে বলা গেলেও এখন এই নিয়ে মুখ খুললেই বিবাধ বাঁধে। তবে পরবর্তীতে কোন ধারাবাহিক বা সিনেমায় সুযোগ পেলে তিনি অবশ্যই কাজ করবেন  বলে আশ্বাস দিয়েছেন অনুরাগীদের।