প্রত্যেকদিন রান্না করতে গেলে লঙ্কার ভীষণ প্রয়োজন। তবে শুধু রান্না করা নয়, লাল লঙ্কা অন্য কাজেও বিশেষ প্রয়োজন। মানুষের খারাপ নজর থেকে আপনার জীবনকে রক্ষা করতে পারে লাল লঙ্কা। নিজের জীবনের উন্নতির জন্য, জীবনে সফলতা অর্জন করতেও কাজে লাগে লাল লঙ্কা। তাহলে আজকে আপনাদেরকে জানাবো লাল লঙ্কার নানা রকমের টোটকা সম্পর্কে।
১) খারাপ লোকের বাজে নজর থেকে বাঁচায়- প্রথমেই বলে রাখি লাল লঙ্কা খারাপ লোকের বাজে নজর থেকে বাঁচায়। এই জন্য কি করতে হবে প্রথমে আপনাকে সাতটা লঙ্কা নিতে হবে। লঙ্কাগুলোকে হাতের মুঠোয় চেপে ধরে যে ব্যক্তির নজর লেগেছে তার কাছে নিয়ে গিয়ে তার মাথার ওপর পাঁচবার ঘোরাতে হবে। ঘোরানো হয়ে গেলে বাড়ির বাইরে কোথাও একটি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে বা ফেলে দিতে হবে। যে ব্যক্তির ওপর নজর দোষ ছিল সেটা কেটে যাবে।
২) জীবনের আর্থিক সমস্যা দূর করতে- আপনার জীবনে অর্থ সমস্যা যাতে না হয় তার জন্য লাল লঙ্কার এই টোটকাটি ব্যবহার করে দেখতে পারেন। তাহলে এটা আপনার বাড়িতে আয় বৃদ্ধি হবে এবং কোন রকমের টাকার সমস্যা হবে না। প্রথমে সাতটা লঙ্কা নিতে হবে। এরপর সেই লঙ্কাকে একটি রুমালে বেঁধে আপনার ঘরের লকারে বা যেখানে টাকা রাখেন সে জায়গায় রেখে দিতে হবে। আরেকটি টোটকা রয়েছে গরিব লোকদের আটা এবং লঙ্কা দান করলে অনেক উপকার পাবেন।
৩) নিজের জীবনের সফলতা আনার জন্য- এক্ষেত্রে একটি পাত্রের মধ্যে ২১ টি লাল লঙ্কার বীজ নিতে হবে। এরপর ওই পাত্রটিকে আপনার মাথার ওপর সাতবার ঘোরাতে হবে। সাতবার ঘোরানো হয়ে গেলে ওই পাত্রভর্তি জল বাড়ির বাইরে ফেলে আসতে হবে। এটা করলে আপনার জীবনের সমস্ত বাধা দূর হবে এবং সফলতা আসবে।
৪) অসুস্থ ব্যক্তির রোগ সারানোর জন্য- আপনার বাড়িতে যদি এমন কোন ব্যক্তি থাকেন যিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তাহলে প্রথমে আপনাকে পাঁচটা শুকনো লঙ্কা একটি সাদা রঙের কাপড়ে জড়িয়ে সেই অসুস্থ ব্যক্তির বিছানায় রেখে দিতে হবে। এতে খুব দ্রুতই সুস্থ হয়ে ফিরবেন।