Bank Rules

Bank Rules: মে মাস থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের বিভিন্ন নিয়ম! আগে থেকে জানলে সুবিধা আপনারই

নিউজশর্ট ডেস্কঃ প্রত্যেক বছরের মত চলতি বছরেও এপ্রিল মাসের ১ তারিখ থেকে ২০২৪-২০২৫ নতুন অর্থবর্ষ শুরু হয়েছে। আর এই অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির বেশ কিছু পরিকাঠামো পরিবর্তন করা হয়। ইতিমধ্যে বেশ কিছু নিয়মকানুন পরিবর্তিত হয়েছে। আর আগামী দিনে মে মাস থেকে আরও বেশ কিছু নিয়ম(Bank Rules) পরিবর্তিত হতে চলেছে।

আইসিআইসিআই ব্যাঙ্ক, ইয়েস ব্যাংক-এর নিয়মে অনেক পরিবর্তন আসতে চলেছে। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো আগামী ১ মে থেকে ভারতের অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে?

এলপিজি গ্যাসের নিয়মে পরিবর্তন: প্রত্যেক মাসের শুরুতেই জ্বালানি কোম্পানিগুলো বাণিজ্যিক এবং রান্নার গ্যাসের দাম পরিবর্তন করে। সেই অনুযায়ী মে মাসের প্রথম দিকে নিয়ে গ্যাসের দামের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

LPG Gas Cylinder

আরও পড়ুন: LIC: LIC-র এই স্কিম শুধু গরিবদের জন্যই! ১ বছরেই টাকা হবে ডবল! না জানলেই বিরাট লস

ইয়েস ব্যাংকের নিয়ম পরিবর্তন: ইয়েস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে যে মে মাস থেকে ইয়েস ব্যাংকের সেভিংস একাউন্ট-এর ক্ষেত্রে গড় ব্যালেন্সে পরিবর্তন করা হচ্ছে। বর্তমানে ইয়েস ব্যাংকের ‘প্রো ম্যাক্স সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম গড় ব্যালেন্সের পরিমাণ ৫০ হাজার টাকা। আর অ্যাকাউন্ট প্রো-এর ক্ষেত্রে ব্যালেন্সের সর্বনিম্ন মান হল ১০ হাজার টাকা এবং এতে সর্বোচ্চ ৭৫০ টাকা চার্জ করা হয়।

আইসিআইসি ব্যাংকের নিয়মে পরিবর্তন: আইসিআইসি ব্যাংকের ওয়েবসাইট মারফত থেকে জানা গিয়েছে যে এই ব্যাংক তাদের কার্ড সংক্রান্ত নিয়মে আগামী মে মাস থেকে বদলাতে চলেছে। গ্রামীন এলাকায় ডেবিট কার্ডের জন্য গ্রাহকদের বার্ষিক ৯৯ টাকা এবং শহরে গ্রাহকদের জন্য বার্ষিক ২০০ টাকা খরচ করতে হবে। তবে আইসিআইসি ব্যাংকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২৫ পৃষ্ঠাযুক্ত চেক বইয়ের জন্য তারা গ্রাহকদের কাছ থেকে কোন অর্থ চার্জ করবে না। আর ২৫ পাতার পর যে কোন পৃষ্ঠার চেক বইয়ের জন্য পৃষ্ঠা প্রতি ৪ টাকা করে গ্রাহকদের চার্জ দিতে হবে।

এইচডিএফসি ব্যাংকের নিয়মে পরিবর্তন: এই ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। যে স্কিমের মেয়াদ আগামী ১০ মে পর্যন্ত করা হয়েছে। এক্ষেত্রে প্রবীণ নাগরিকেরা ৫ কোটি টাকা পর্যন্ত জমা করতে পারবেন। আর এই ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

Papiya Paul

X