Arijit

শিশুর চিকিৎসার অর্থ জোগাড় করতে অলিম্পিকের পদক নিলামে তুললেন পোল্যান্ডের ক্রীড়াবিদ

ক্রীড়াবিদরা যে খেলাধুলার পাশাপাশি  ভালো মনের মানুষ হয় তার প্রমাণ ফের পাওয়া গেল। মানবিকতার এক চরম নিদর্শন স্থাপন করলেন পোল্যান্ডের ক্রীড়াবিদ মারিয়া আন্দ্রেজিক। একটি আট মাসের শিশুর চিকিৎসার জন্য টোকিও অলিম্পিকে জেতা নিজের পদক নিলামে তুললেন মারিয়া আন্দ্রেজিক। মারিয়া আন্দ্রেজিক একজন জ্যাভলিন থ্রোয়ার। এবারের টোকিও অলিম্পিকে রূপো জিতেছেন মারিয়া। আর সেই রুপোর পদক আট মাসের শিশুর চিকিৎসার খরচের জন্য নিলামে তুললেন তিনি। তবে খুশির খবর এটাই যে পদক হাতছাড়া হচ্ছে না মারিয়ার। যে সংস্থা নিলামে সেই পদকটি কিনেছিল তারাই সেই পদক ফিরিয়ে দিচ্ছে মারিয়ার কাছে।

   

2016 সালে রিও অলিম্পিকে চতুর্থ হয়েছিলেন মারিয়া। তবে তারপর তার জীবনে নেমে আসে ভয়ংকর অন্ধকার। হাড়ের ক্যান্সার আক্রান্ত হন মারিয়া। 2018 সালে এই ক্যান্সার থেকে মুক্তি পেয়ে ফের নতুন উদ্যম নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন অলিম্পিকে পদক জিততে। টোকিও অলিম্পিকে 64.61 মিটার জ্যভলিনে থ্রো করে রূপো জিতে নেন মারিয়া।

দেশে ফিরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আট মাসের অসুস্থ শিশু মিলোসেচের ব্যাপারে জানতে পারেন তিনি। মিলোসেচের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছিল। সেটা দেখার পর ভাবনা চিন্তা না করেই নিজের পদক নিলামে তোলেন মারিয়া। তার সেই পদকটি 1 লক্ষ 30 হাজার পাউন্ড দিয়ে কিনে নেন পোলান্ডের জাবকা নামে এক সংস্থা। তবে তারা সেই পদক ফিরিয়ে দেন মারিয়াকে।