কৃষিকাজ,অফবিট,ফুল চাষ,ব্যবসায়ী টিপস,Farming,Offbeat,Flower Farming,Business Tips

Papiya Paul

মেলেনি সরকারি চাকরি, এখন গাঁদা ফুলের চাষ করেই লাখপতি এই যুবক!

অনেক মানুষেরই যা স্বপ্ন থাকে সেগুলো সবসময় পূরণ হয় না। কিন্তু তাই বলে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আজকের এই প্রতিবেদনে এমনই এক কাহিনী আপনাদেরকে শোনাবো। এখানে যার কথা বলা হবে তার নাম দীপক (Deepak), বয়স ২৪ বছর। তিনি ভোজপুরের বেনুয়ার টোলার বাসিন্দা। তার ডিফেন্স(Defence) যাওয়ার স্বপ্ন ছিল। এইজন্য প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি প্রচুর পরিশ্রম করেছিলেন। কিন্তু এত পরিশ্রমের পরেও তার চেষ্টা ব্যর্থ হয়েছে।

   

এরপর তিনি ভাবলেন যে এভাবে তার সফলতা হবে না, তাই তিনি চাষ-বাসের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে চেয়েছেন। তার বাড়ির সকলেই কৃষিকাজের (Farming) সঙ্গে যুক্ত ছিলেন। সবাই ধান, গম চাষ করতেন। কিন্তু তিনি সবার থেকে আলাদা কিছু করার চিন্তাভাবনা করেছেন। তাই নিজের ক্ষেতে ফুল চাষ শুরু করেন ২০২০ সাল নাগাদ। সে সময় তিনি চারটি প্রজাতির গাঁদা ফুলের চারা রোপণ করেছিলেন।

তবে তখন লকডাউনের ফলে সমস্ত কিছু বন্ধ থাকায় তার আড়াই বিঘা জমির ফুল নষ্ট হয়ে যায়। এর ফলে তিনি অনেক ক্ষতির সম্মুখীন হন। কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি। আবার তিনি নতুন করে চাষ করেন। ভবুয়া, বক্সার, বিক্রমগঞ্জ সহ প্রচুর এলাকায় তিনি ফুলগুলো সরবরাহ করে থাকেন। ধর্মীয় অনুষ্ঠান বা শুভ কাজে তিনি ফুল সরবরাহ করে থাকেন। সেক্ষেত্রে অগ্রিম বুকিং নেন।

ডিফেন্সে চাকরির শর্ত পূরণ না হওয়ার ফলে কৃষিকাজের মাধ্যমে সফল ব্যক্তি হতে চেয়েছিলেন। সেই থেকেই গাঁদা ফুলের চাষ শুরু করেন। এখন প্রতিদিন তার ১৫০০ টাকা উপার্জন হয়। কোন উৎসবের ক্ষেত্রে প্রতিদিন ৫০০০ টাকা উপার্জন হয়। তিনি ইউটিউবের মাধ্যমে এই ফুল চাষ করা শিখেছেন। তাই কেউ চাইলে এই চাষের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন বলে তিনি জানিয়েছেন।