পার্থ মান্নাঃ ভারতবর্ষের সবচেয়ে বেশি যে গাড়ি বিক্রি হয় তার মধ্যে অন্যতম একটি হল মারুতি সুজুকির ডিজায়ার (Maruti Suzuki Dzire)। আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে ডিজায়ারের ২০২৪ এর মডেল। তবে তার আগেই প্রকাশ্যে এল গাড়ির নিউ কার অ্যাসেসমেন্ট পোগ্রায়াম বা NCAP এর Crash Test এর রেজাল্ট। যে কোনো গাড়ি কেনার আগেই এই পরীক্ষার রেজাল্ট দেখে নেওয়া উচিত। কারণ এর দ্বারা বোঝা যায় অপদকালী পরিস্থিতিতে বা কখনো অ্যাকসিডেন্ট হলে গাড়িটি কতটা সুরক্ষিত।
Maruti Suzuki Dzire এর GNCAP Crash Test Result
যে কোনো গাড়ি লঞ্চ হওয়ার আগেই সেটার ক্র্যাশ টেস্ট করানো হয়। যার মূল উদ্দেশ্য হল গাড়িটি ড্রাইভার থেকে শুরু করে প্যাসেঞ্জারদের জন্য কতটা সুরক্ষিত সেটা দেখা। যেমনটা জানা যাচ্ছে ২০২৪ সালের ডিজায়ার গাড়িটি এই পরীক্ষায় ৫-স্টার সেফটি রেটিং পেয়েছে। এছাড়া বাচ্চাদের সুরক্ষায়ও ৪-স্টার রেটিং পেয়েছে। যেটা ভারতে তৈরী হওয়া মারুতির গাড়িতীর জন একটা বড় সাফল্য।
ডিজায়ারের সেফটি পারফরম্যান্স
GNCAP এর রিপোর্ট অনুযায়ী, ড্রাইভারের ডামি টেস্টে বুকের নিরাপত্তায় সামান্য হলেও সুরক্ষা প্রদান সম্ভব হয়েছে। এছাড়া, পোল টেস্টে ড্রাইভারের মাথা একেবারে নিরাপদ ছিল আর সাইড ইম্প্যাক্ট টেস্টেও প্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করা গিয়েছে। এগুলি বাদে ডিজায়ারের নতুন সংস্করণে থ্রি-পয়েন্ট সিটবেল্ট, আই-সাইজ এঙ্করেজ স্ট্যান্ডার্ড হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে যা যাত্রীদের অতিরিক্ত সুরক্ষা প্রদান করবে।
ডিজায়ারের নতুন সেফটি ফিচার্স
জানা যাচ্ছে ডিজায়ার ২০২৪ মডেলে ইলেক্ট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, এয়ারব্যাগ থেকে পথচারীদের সুরক্ষার ফিচার্সও দেওয়া থাকবে। তাছাড়া গাড়িতে নতুন মডেলের ইঞ্জিন দেওয়া হয়েছে যেটা আগের তুলনায় আরও কম তেল খরচ করে বা ফুয়েল এফিসিয়েন্ট।
কবে থেকে চালু Maruti Suzuki Dzire এর বুকিং?
আগামী ১১ই নভেম্বর বা সোমবার থেকেই এই নতুন মডেলটিকে লঞ্চ করা হবে। তবে চাইলে এখন থেকেই গাড়িটি প্রিবুকিং করতে পারেন। এর জন্য মাত্র ১১,০০০ টাকা দিয়ে অগ্রিম বুকিং করে নেওয়া যাবে। এরপর লঞ্চের দিনে গাড়্রির ডেলিভারী দিনক্ষণ ঘোষণা করা হবে। তারপর সেই তারিখেই বাকি টাকা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন।