নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার(Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছেপুতুল'(Iccheputul)। সেই শুরু থেকে টিআরপি(TRP) তালিকায় ভালো নম্বর তুলতে না পারলেও দর্শকদের মধ্যে এই সিরিয়াল নিয়ে আলাদা উত্তেজনা কাজ করে। তাই প্রত্যেকদিন রাত সাড়ে ন’টা বাজতেই টিভির সামনে বসে পড়েন ইচ্ছেপুতুলের দর্শকেরা। এই সিরিয়ালের প্রত্যেকটি পর্বেই টানটান উত্তেজনা রাখেন নির্মাতারা। এই মুহূর্তে মেঘকে সরিয়ে নীলের বাড়ির বউ হওয়ার জন্য উঠেপড়ে লেগেছে ময়ূরী।
মেঘ এবং নীলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলতে চলতেই চলে এসেছে ডিভোর্সের ডেট। আর তাই দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে নীলের মা মীনাক্ষী দেবী। ডিভোর্সের ডেট জানার পরে সকালে এসে নীলকে জানিয়ে দিয়েছেন তিনি। এবার তিনি পাকাপাকিভাবে গাঙ্গুলী বাড়িতে ময়ূরীকে নিয়ে আসার জন্য ময়ূরীর মায়ের সঙ্গে কথা বলতে যাবেন। এবার পুরো শেষ হতে চলেছে নীল এবং মেঘের সম্পর্ক! আদৌই এই সম্পর্ক শেষ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছেন দর্শকেরা।
সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে, ক্লাস করতে এসে নীলের সঙ্গে কাটানো পুরানো মুহূর্তগুলোর কথা মনে পড়বে মেঘের। তার চোখে জল চলে আসবে। ঠিক সেই মুহূর্তে তার সামনে এসে দাঁড়াবে নীল। প্রথমে কোন কথা না বললেও সেই মেঘের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকবে। এরপরই মেঘ থাকে প্রশ্ন করবে, ‘কি দেখছো নীল?’ এরপরই নীল ও তাকে একই প্রশ্ন করবে। এরপর দুজনেই তাদের কথার মাধ্যমে জানাবে যে মেঘ এবং নীল দুজনেরই খুব কষ্ট হচ্ছে।
এরপরই নীল মেঘকে আবার ফিরে আসা যাবে কিনা সেই প্রশ্ন করবে। তখন মেঘ বলবে, ‘তুমি কি আমার কাছে ফিরে আসতে চাও? এইতো আবার আমাকে অবিশ্বাস করবে, বারবার অপমান করবে।’ এরপরে মেঘ ওখান থেকে বেরিয়ে আসতে গেলে তার কাছে গতদিনের ব্যবহারের জন্য ক্ষমা চাইবে। তবে মেঘ কোন কথা বলতে না দিয়ে সেই জায়গা থেকে চলে যাবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে ধারাবাহিকের আগামী পর্বগুলো বেশ ধামাকা হতে চলেছে।
অন্যদিকে গলা ভর্তি মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ঢুকে সকলের সামনে মাতলামি শুরু করবে রূপ। আর এই মাতাল অবস্থায় রূপ বলবে যে কে গিনি? গিনিকে তো সে বিয়ে করতে চাইনি। ড্যাডের কথাতে বাধ্য হয়ে গিনিকে বিয়ে করেছে। সত্যি জানার পর গিনির প্রতিক্রিয়া কি হবে তা দেখতে হলে অপেক্ষা করতে হবে দর্শকদের।