Arijit

এই বিশেষ কারণে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা ছাড়তে বাধ্য হলেন মেসি

ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই মেসি বার্সেলোনার হয়ে ফুটবল খেলেছেন। সেই ছোট বয়সে তিনি বার্সেলোনায় এসেছিলেন। তারপর থেকে তার ফুটবল জীবনের বেশিরভাগ সময়ই বার্সেলোনার হয়ে খেলে কেটেছে। 17 বছর ধরে তিনি বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন। অবশেষে 17 বছরের সম্পর্ক ছিন্ন হতে চলেছে মেসি এবং বার্সেলোনার মধ্যে। দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে এবার অন্য ক্লাবের পথে পা বাড়ালেন আর্জিন্টিনাই সুপারস্টার লিও মেসি। দীর্ঘদিন ধরে মেসির পায়ে ভর করে বার্সেলোনা যে সাফল্য পেয়েছে তার জন্য মেসির কাছে কৃতজ্ঞ বার্সেলোনা ক্লাব। সেই সঙ্গে মেসি চলে যাওয়ায় তারা দুঃখ প্রকাশ করেছেন।

   

বৃহস্পতিবার ক্লাবের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসেছিলেন লিও মেসি। তবে সেই বৈঠকের পর ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মেসির সঙ্গে আর নতুন কোন চুক্তি স্বাক্ষরিত করা হচ্ছে না।

ক্লাবের ওয়েবসাইটে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ” লিও মেসি এবং বার্সেলোনা একটি সমঝোতায় আসার পর দুপক্ষই চুক্তিতে স্বাক্ষর করতে রাজি ছিলেন। তবে স্প্যানিশ লিগের নিয়ম অনুযায়ী কিছু আর্থিক বিধিনিষেধ তৈরি হওয়ায় মেসির বার্সেলোনায় সই করা সম্ভব হল না।”