Meyebela

Moumita

মৌ-ডোডোর বিয়ের পর মিত্রবাড়িতে পৌঁছালো চাঁদনির পাঠানো টাকা, ধামাকাদার টুইস্ট ‘মেয়েবেলা’র আগামী পর্বে

দূর্দান্ত গতিতে এগিয়ে চলেছে স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘মেয়েবেলা’ (Meyebela)। মাঝে কয়েকদিন একটু স্লো চললেও এখন তো পুরো ঝড়। ইতিমধ্যেই বিয়ে হয়ে গিয়েছে মৌ এবং ডোডোর। আর তারপরেই আসছে নতুন টুইস্ট।

   

প্রসঙ্গত উল্লেখ্য, এতদিন মৌ আর অমিতাভর বিয়ের কথা শুনে অনেকেই হয়ত ভয় পাচ্ছিলেন যে, ভবিষ্যতে এটা নিয়ে একটা ঝামেলা হতে পারে। তা সেই ঝামেলা তো হবেই, তবে সেটা একটু অন্যরকম ভাবে। অন্তত বাকি সিরিয়ালের মত হঠাৎ একদিন অমিতাভ এসে বলবেনা যে, মৌ তার বৌ।

কারণ ঝামেলা করার জন্য অমিতাভ আর বেঁচে নেই। গতকালের এপিসোডেই দেখানো হয়েছে যে, বিয়ের মাত্র দু ঘন্টার মধ্যেই অমিতাভ মারা গেছে। অর্থাৎ মৌ এতদিন বিধবা ছিল। এমতাবস্থায় ডোডোর সাথে বিয়ে হওয়ায় কোনো আইনি জটিলতায় তাকে পড়তে হবেনা।

তবে এখন শুরু হয়েছে এক নতুন সমস্যা। মৌ-ডোডোর বিয়ে হতেই এক ভদ্রলোক টাকার অ্যাটাচি নিয়ে হাজির হয় মিত্র বাড়িতে। এসে জানায়, চাঁদনি নাকি লোন নিয়েছিল এবং সে এই টাকা পাঠিয়েছে। আর এই খবর শোনার পরেই সবার মাথায় হাত।

যদিও বাড়ির সবাই ঠিক করে যে, এই টাকা চাঁদনিকেই ফেরত দেওয়া হবে। তবে ডোডোর মন এখন দোলাচলে। তাহলে কি এখন সে মৌ-কে অস্বীকার করবে? উহঃ, এরকম কিছুই হচ্ছেনা। টাকার জন্য হলেও, বিয়েটা তো সত্যি। তাই এই বিয়েটাকে কিছুতেই অস্বীকার করবেনা সে।

সে জানায়, এই টাকা সে চাঁদনিকে ফেরত দিয়ে আসবে। এইকথা শুনে আম্মা বলে, মৌয়ের সিঁথিতে সিঁদুর পরানোর পরই যেন সে চাঁদনির কাছে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, ঘটনার আকস্মিকতায় চাঁদনি কী করবে? সে যে এই বিষয়ে কিছুই জানেনা। তবে কি ভবিষ্যতে চাঁদনিই হয়ে উঠবে খলনায়িকা? জানতে হলে অবশ্যই দেখুন ‘মেয়েবেলা’।