আইপিএলের জন্যই মৃত্যু হচ্ছে ওয়ানডে ক্রিকেটের, দাবি প্রাক্তন ইংরেজ অধিনায়কের

এক সময় ক্রিকেটের সবথেকে জনপ্রিয় ফরম্যাট ছিল ওয়ানডে ক্রিকেট। তবে দিনের পর দিন জনপ্রিয়তা হারাচ্ছে একদিনের ক্রিকেট। এক দিনের ক্রিকেটের ৫০ বছরের ইতিহাসের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছে এক দিনের ক্রিকেট।

হঠাৎ করে সারা বিশ্ব জুড়ে এক দিনে ক্রিকেটের জনপ্রিয়তা রীতিমতো কমে গিয়েছে। আর তারপর থেকেই অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন কি কারনে কমে গেল একদিনে ক্রিকেটের জনপ্রিয়তা? এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল আথারটন। তার মতে, আইপিএলের জন্যই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এক দিনের ক্রিকেট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আথারটন বলেন, ‘‘এক দিনের ক্রিকেট এক দম খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আইপিএলের শুরু থেকেই এক দিনের ক্রিকেটের শেষের শুরু হয়েছে। আগামী বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলবে না বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সময় যাতে ক্রিকেটাররা আইপিএল খেলতে যেতে পারে তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এর থেকেই সবটা পরিষ্কার।’’

Avatar

Koushik Dutta

X