Arijit

ইংল্যান্ডে ব্যাটিং ভরাডুবি ভারতের, ভারতকে নোংরা ভাষায় কটাক্ষ করলেন মাইকেল ভন

লর্ডসে ভারতীয় দল যেভাবে পারফরম্যান্স করেছিল, যেভাবে ইংল্যান্ডকে বিরাট ব্যবধানে হারিয়েছিল তাতে তৃতীয় টেস্টে লিডসে ভারতীয় দলের থেকে অনেক বেশি প্রত্যাশা করেছিল বিশ্ব ক্রিকেট। তবে সেই প্রত্যাশা রাখতে পারল না ভারত। ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হলেন ভারতের প্রত্যেক ব্যাটসম্যান। ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচে মাত্র 78 রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। ইংল্যান্ডের আগুনের বোলিংয়ের সামনে ভারতের প্রত্যেক ব্যাটসম্যানই ধরাশায়ী হলেন। একমাত্র রোহিত শর্মার 19 এবং অজিঙ্কা রাহানের 18 রান ছাড়া কেউই সেভাবে ক্রিজে দাঁড়াতে পারেননি। এইদিন অধিনায়ক বিরাট কোহলি মাত্র সাত রান করেই প্যাভিলিয়নে ফিরে যান।

   

যে অ্যান্ডারসন, রবিনসনকে প্রথম দুটি টেস্টে ব্যাট হাতে শাসন করেছিলেন তাদের সামনে তৃতীয় টেস্টে দাঁড়াতেই পারলেন না বিরাট-রাহুলরা। একটা সময় 21 রানে 3 উইকেট ছিল ভারতের। সেখান থেকে মাত্র 78 রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। আর ভারতের এমন ব্যাটিং বিপর্যয় দেখে হতাশ হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ সকলেই ভারতের পারফরম্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় চুলচেরা বিশ্লেষণ করেছেন।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদনলাল দাবি করেছেন, “ম্যাচের কন্ডিশনই বুঝতেই পারেনি ভারত।” মাইকেল ভন টুইটারে ভারতকে কটাক্ষ করে লিখেছেন, “ভারতের ব্যাটিং সত্যিই খুব খারাপ। শুভ সন্ধ্যা ভারতীয়রা।”