তেলের দাম বাড়লেও কেন বাড়ছে না বাস ভাড়া! যুক্তিযুক্ত ব্যাখ্যা দিলেন পরিবহন মন্ত্রী

দীর্ঘদিন লকডাউন থাকার পর অবশেষে রাজ্যজুড়ে চালু হয়েছে বাস পরিষেবা। তবে তেলের দাম যে হারে বেড়েছে তাতে বাস চালাতে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বাস মালিকদের। তবুও তারা বাস চালাচ্ছেন। তাদের শুধু একটাই দাবি সরকার যাতে ভাড়া বৃদ্ধি নিয়ে কিছু করেন অর্থাৎ তারা ভাড়া বাড়ানোর দাবি করে যাচ্ছেন প্রত্যেক দিন।

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, তেলের দাম বেড়ে যাওয়ায় বাস মালিকদের জন্য খুবই খারাপ লাগছে। তবে মোদি সরকারের কৃপায় করোনা লকডাউন এর পর এই রাজ্যের মানুষের রোজগার কমে গিয়েছে। এমন পরিস্থিতিতে যদি বাসের ভাড়া বাড়ানো হয় তাহলে তারা সেটা দিতে পারবে না। তাই এখনই বাস ভাড়া বাড়ানো হচ্ছে না।

সেইসঙ্গে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাস মালিকরা নিজেদের মধ্যে বৈঠক করে যদি কোন বিকল্প ভাবনা আনতে পারেন তাহলে সেটা রাজ্য সরকারকে জানাক। প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়া হবে।

Avatar

Koushik Dutta

X