Arijit

ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে রামধোলাই খেয়ে মুখ লুকানোর জায়গা পাচ্ছে না মিসবা-উল-হক

সদ্য ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং পাকিস্তান। করোনা ভাইরাসের কারণে ইংল্যান্ডের নিয়মিত দলের বেশ ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে দ্বিতীয় সারির দল নামিয়েছিল ইংল্যান্ড। আর ইংল্যান্ডের এই দ্বিতীয় সারির দলের কাছেই হোয়াইটওয়াস হয়েছে পাকিস্তানের শক্তিশালী দল।

   

প্রথম দুটি ম্যাচে ইংল্যান্ড এর কাছে বিপর্যস্ত হওয়ার পর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। বাবর আজমের ব্যাটে ভর করে ইংল্যান্ডের সামনে 332 রান টার্গেট দেয় পাকিস্তান। তবে 300 এর উপর রান করেও হারতে হয়েছে পাকিস্তানকে। যা নিয়ে প্রবল চিন্তায় পাকিস্তানের হেডকোচ মিসবা-উল-হক।

ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকে ক্রমাগত পাক সমর্থকদের আক্রমণের শিকার হতে হচ্ছে মিসবাহ-উল-হককে। আর তারপরই মিসবা-উল-হক বলেছেন, ” এতদিন পর্যন্ত সিরিজ গুলো দেখে মনে হচ্ছিল দল সঠিক পথেই এগোচ্ছে। তবে এই একটা সিরিজ আমাদের পুরো নাড়িয়ে দিয়ে গেল। কিছুতেই এই হারের কারণ খুঁজে পাচ্ছিনা। একটা দল হারলে তার জন্য কোচ, সাপোর্টিং স্টাফ, ক্রিকেটার সকলেই দায়ী থাকেন। আমাদের দ্রুত উন্নতি করতে হবে।”