Anurager Chowa

পুঁচকে হয়েও দুর্দান্ত অভিনয়, সবাইকে হারিয়ে ‘সেরা শিশু অভিনেত্রী’র পুরস্কার জিতলো ছোট্ট ‘সোনা’

এই মুহূর্তে টেলি দুনিয়ায় (Television) যে সিরিয়ালটি (Bengali Serial) রাজ করছে তা হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের কাহিনী যে মানুষ শুধু পছন্দই করছে তা নয়, সিরিয়ালের কলাকুশলীদের অভিনয়ও পছন্দ করছে তারা। বিশেষ করে সূর্য দীপার মেয়ে সোনা-রূপার অভিনয় তো দারুন পছন্দ করছে সবাই।

জানা গেছে অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও সবাইকে মাতিয়ে রাখে তারা। দুই খুদেই দারুন প্রাণবন্ত এবং চঞ্চল প্রকৃতির। এদিকে দিব্যজ্যোতি দত্ত ওরফে সূর্য এবং স্বস্তিকা ঘোষ ওরফে দীপার নোকঝোকও দারুন পছন্দ সবার। বিশেষ করে সোনা ওরফে মিশিতা রায়চৌধুরী তো দারুন বাজিমাত করেছে।

এদিকে রূপার চরিত্রে অভিনয় করছেন সৃষ্টি মুজমদার (Sristi Majumdar)। তিনিও কিছু কম যানান। এক্সপ্রেশন থেকে শুরু করে সংলাপ, সবেতেই তুখোড় অভিনয় তার। তবে এবারের মত তাকে ছাপিয়ে গেছেন সোনা ওরফে মিশিতা। সম্প্রতি সেরার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

Tollywood,Gossip,Entertainment,Anurager Chowa,Mishita Roychowdhury,Award,Best Child Artist,টলিউড,বিনোদন,গসিপ,অনুরাগের ছোঁয়া,মিশিতা রায়চৌধুরী,অ্যাওয়ার্ড,সেরা শিশু শিল্পী

তার আধো আধো কথা জিতে নিয়েছে দর্শকদের মন। মিশিতাকে দেওয়া হয়েছে, ‘সেরা শিশু অভিনেত্রীর’ পুরস্কার। আর এই পুরস্কার তার হাতে তুলে দিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। উল্লেখ্য, মিশিতার এই জয়ে দারুণ খুশি তার বাবা মা-ও। খুশি সে নিজেও।

Tollywood,Gossip,Entertainment,Anurager Chowa,Mishita Roychowdhury,Award,Best Child Artist,টলিউড,বিনোদন,গসিপ,অনুরাগের ছোঁয়া,মিশিতা রায়চৌধুরী,অ্যাওয়ার্ড,সেরা শিশু শিল্পী

প্রসঙ্গত, সোনার ডাক নাম এবং ধারাবাহিকের ভিলেইনের নাম একই। বাড়িতে তাকে মিশকা বলেই ডেকে থাকে। মিশকা অভিনয়ের পাশাপাশি মডেলিং-এও যুক্ত রয়েছেন। সিরিয়ালে তাকে কালো দেখানো হলেও, বাস্তবে তিনি কিন্তু যথেষ্ট ফর্সা। আসলে মেকাপের দ্বারা তার গায়ের রঙ বদলানো হয়।

Avatar

Moumita

X