Anurager Chowa

Moumita

‘ছি নোংরামো গুলো বন্ধ করুন’, বারবার মিশকার শয়তানি দেখে রেগে আগুন দর্শকরা, উঠছে সিরিয়াল বন্ধের ডাক

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রূপা,Rupa,কবীর,Kabir,আসন্ন চমক,Upcoming Twistএই মুহূর্তে বাংলার নম্বর ওয়ান সিরিয়াল (Serial) হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য দীপার (Surjya-Deepa) কাহিনী দর্শকদের শুরু থেকেই ভীষণ পছন্দের। তবে তাদের দূরত্বটা মানুষের ঠিক পছন্দ হচ্ছেনা। কিন্তু এবার একটার পর একটা সত্যি সামনে আসছে। ইতিমধ্যেই একটি বড় ধামাকা করেছে ঊর্মি (Urmi)।

   

‘অনুরাগের ছোঁয়া’র মহাপর্বে আপনারা দেখেছেন যে, দুটো বিষয় পরিস্কার হয়েছে দীপার কাছে। এক, মিশকা সূর্যর স্ত্রী নয় এবং তার আরেকটি মেয়ে ছিল যাকে জন্মের সময়ই সরিয়ে নেওয়া হয়েছিল। আপাতত নিজের আরেক মেয়েকে হন্যে হয়ে খুঁজছে সে। এবং এই খোঁজ করতে করতে সে পৌঁছে গেছে শিবানীর কাছেও।

আর তার পেছন পেছন পৌঁছে গেছে মিশকাও। সেখানে গিয়ে মিশকা দীপা আর শিবানীর কথা শুনে বুঝে যায় যে, সোনা রূপা আসলে যমজ বোন। যদিও দীপা এই বিষয়ে বিন্দুবিসর্গও কিছু জানেনা। আর তারপরেই মিশকা ছকে ফেলে তার পরবর্তী চাল। দীপাকে অজ্ঞান করে উঠিয়ে নেয় তার গাড়িতে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রূপা,Rupa,কবীর,Kabir,আসন্ন চমক,Upcoming Twist

এরপর দীপার জ্ঞান ফিরলে তাকে বলে, তার মেয়ের খোঁজ সে দিতে পারবে। এরপরেই দীপাকে নিয়ে এক শিশু পাচারকারীর কাছে নিয়ে যায়। সে দীপাকে বলে তারা নাকি তার মেয়েকে বিক্রি করে দিয়েছে। এবং রাস্তার এক মেয়েকে দেখিয়ে বলে এটা নাকি দীপার মেয়ে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রূপা,Rupa,কবীর,Kabir,আসন্ন চমক,Upcoming Twist

দীপা সেই শিশুর পেছন পেছন ছুটতে গিয়ে জানতে পারে, সেই মেয়ে তার নয়, অন্য কারো বাচ্চা সেটি। এরপর সে বুঝতে পারে যে, মিশকা তাকে মিথ্যা বলেছে। আপাতত এখানেই শেষ হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে ধারাবাহিকে এইসব দেখে অনেকেই তো চটে লাল হয়ে গেছে। কেউ কেউ তো সিরিয়াল বন্ধ করার দাবিও তুলছে সোশ্যাল মিডিয়ায়।