স্পষ্ট ক্লিভেজ, ‘হট বেব’ লুকে প্রকাশ্যে ‘মিঠাই’, সৌমিতৃষার শরীরী আবেদনে ঘুম উড়ল ভক্তদের

নিউজশর্ট ডেস্কঃ Soumitrisha Kundu Hot Look Goes Viral: ‘মিঠাই'(Mithai) আর এখন সেই মিষ্টি বৌমা নেই, টলিউডের(Tollywood) ‘হট এন্ড সেজলিং’ গার্ল তিনি। তার নতুন লুক প্রকাশ্যে আসতেই চক্ষু চড়ক গাছ ভক্তদের। দেবের বিপরীতে অভিনয় করার সুবাদে আর কদিন পরে টলিউডের অভিনেত্রী হয়ে যাবেন তিনি। এই ছবির চরিত্রের জন্য নিজের এক ঢাল চুলও কেটে ফেলেছেন নায়িকা।

সিরিয়ালের সেই শাড়ি পরা হাসিখুশি মেয়েটির থেকে তিনি এখন লাস্যময়ী নায়িকা। গত সোমবার তিনি তার নিজের নতুন ফটোশুটের ঝলক শেয়ার করেছেন। যেখানে তাকে হলুদ রঙের অফ সোল্ডার ক্রপ ট্রপের সঙ্গে নীল রংয়ের স্কার্ট পরতে দেখা গিয়েছে। দড়ি বাঁধা টপে প্রকাশ্যে রয়েছে ধবধবে সাদা পিঠ। টপের ফাঁকে উন্মুক্ত রয়েছে ক্লিভেজ। এর সাথেই তিনি চুল কার্ল করেছেন।

বোল্ড মেকআপ এবং অক্সিডাইসের গয়নায় সৌমিতৃষাকে(Soumitrisha Kundu) দেখে ঘুম উড়েছে তার অনুগামীদের। এই ফটোশুটের ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে ‘লাকি বয়’। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ লিরিক্স ‘…, সঙ্গে রয়েছে চোখ মারার ইমোজি। বলাই বাহুল্য এই পোস্ট শেয়ার হওয়া মাত্রই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। একজন ইউজার লিখেছেন, ‘আমাদেরও প্রশ্ন, কে হবে সেই লাকি বয়? ‘

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

যদিও অনেক ভক্তরাই তার সাবেকি সাজেরই সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। তার এই লুক যথেষ্ট প্রশংসার যোগ্য। সোশ্যাল মিডিয়ায় এখন তিনি একটু কম সক্রিয় থাকেন। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন অভিনেত্রী। প্রসঙ্গত, দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া এই ছবিতে রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায়। আবার সিরিয়ালে মিঠাই কামব্যাক করবে কিনা সেটা অবশ্য সময় বলবে।

Papiya Paul

X