মা কে হারিয়ে পুরোপুরি বিধ্বস্ত মিঠাই! বউয়ের কষ্টে সবসময় পাশে থাকার বার্তা সিদ্ধার্থের, ভাইরাল প্রোমো

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’, জি বাংলার এই ধারাবাহিকের জনপ্রিয়তা প্রথম থেকেই আকাশছোঁয়া। প্রথম সপ্তাহ থেকে সেরার সেরা জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক। এই সিরিয়াল দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। দর্শকদের মনোরঞ্জন করে কিভাবে টিআরপি তালিকাতে সেরা হয়ে থাকতে হয় তা এই ধারাবাহিকের নির্মাতারা ভালো করেই জানে। প্রতি সপ্তাহেই থাকে নিত্য নতুন চমক।

এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। এই ভাইরাল ভিডিও দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা। এই প্রোমো ভিডিওতে দেখানো হচ্ছে যে মাকে বরাবরের মতো হারাতে চলেছে মিঠাই। গঙ্গার ঘাটে অস্থি বিসর্জন করতে দেখা গেছে তাকে। এখানে মিঠাইকে সঙ্গ দিতে তার পাশে পৌঁছে যাবে সিদ্ধার্থ।

এমনকি সারাজীবন মিঠাই এর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মিঠাইকে বুকে টেনে নেবেন সিদ্ধার্থ। স্বামীকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যাবে সকলের প্রিয় মিঠাইকে। এই ধারাবাহিকের প্রোমো নিয়ে জোর চর্চা চলছে নেটমহলে। সকলেই অপেক্ষা করছেন নতুন এপিসোডগুলো দেখার জন্য। আগামী দিনের সব চমকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।

এই ধারাবাহিকে মিঠাইয়ের অভিনয় দর্শকদের দারুণ মুগ্ধ করেছে। শুধু মিঠাই নয়, মোদক পরিবারের বাকি সব চরিত্রদের অভিনয় নিয়েই প্রশংসা করেন দর্শকেরা। তবে আগামীদিনের সব চমক দেখার জন্য দেখতে হবে মিঠাইয়ের আগামী পর্বগুলি।

Papiya Paul

X