Papiya Paul

সমালোচনার সম্মুখীন ‘মিঠাই’, সিরিয়ালের নির্মাতাদের উপর ক্ষোভ উগড়ে দিলেন দর্শকরা!

বাংলা টেলিভিশন জগতের(Bengali Television) সবথেকে জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই'(Mithai)। দর্শকদের অফুরন্ত ভালবাসায় প্রায় এক বছর ধরেই মিঠাই বাংলার সেরা ধারাবাহিকের শিরোপা জিতেছে। এই ধারাবাহিকে প্রত্যেকের অভিনয় দর্শকদের বেশ পছন্দের। তবে শুধু বাংলায় নয়, ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের মানুষের কাছেও এই ধারাবাহিক অত্যন্ত প্রিয়।

   

বাংলাদেশের ঘড়িতে প্রতিদিন রাত সাড়ে আটটা বাজতেই বাড়ির সকলে মিলে উপভোগ করেন মোদক পরিবারের কাহিনী। কিন্তু রবিবার রাতের এপিসোড দেখে সেই বাংলাদেশের দর্শকদের মন খারাপ হয়ে গিয়েছে। এমনকি তারা সিরিয়াল বন্ধের ডাক পর্যন্ত দিয়েছেন। হঠাৎ কী এমন হলো যার জন্য বাংলাদেশের দর্শকরা ক্ষুব্দ হয়ে পড়েছেন? আসলে এই ঘটনার সূত্রপাত হয়েছে সিদ্ধেশ্বর মোদকের সম্বর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে।

রবীন্দ্র সংগীত গাওয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন সিরিয়ালের নির্মাতারা। আসলে এই অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত হিসাবে রবীন্দ্রসঙ্গীত তথা বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার কথা জানানো হয় এবং তারপরেই ‘আমার সোনার বাংলা’ গানটি মঞ্চ উপস্থাপন করা হয়। এখানে ঘটেছে বিপত্তি। বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার সময় সকলেই দর্শক আসনে বসেছিলেন। এমনকি মিঠাই রানী ও দাঁড়িয়ে মাথা দোলাচ্ছিলেন।

বাংলাদেশের জাতীয় সংগীত গাইবার সময় এই দর্শকদের পায়ের উপর পা তুলে বসে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ দর্শকরা। তাদের আপত্তি কেন ন্যূনতম সম্মান দেওয়া হলো না প্রতিবেশী রাষ্ট্রের জাতীয় সংগীত কে? যদিও এই ধারাবাহিকের নির্মাতাদের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।