একটা সময় ছিল যখন পছন্দের বাংলা সিরিয়াল বললেই উঠে আসত ‘মিঠাই’র (Mithai) নাম। সুখে, দুঃখে মিষ্টি মুখে বিগত ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের ঘরে ঘরে বিনোদনের রসদ জুগিয়ে চলেছে জি বাংলার (Zee Bnagla) এই মেগা। বর্তমানে নতুনদের ভিড়ে টিআরপি খানিকটা কমলেও ভালোবাসায় কোনো ঘাটতি দেখা যায়নি।
এককালীন বেঙ্গল টপারের চর্চা আজও চলতে থাকে। আজ অবধি ৫৪ বারের বেঙ্গল টপার এই সিরিয়ালের জনপ্রিয়তায় আঁচ পড়েনি এক ফোঁটাও। মিঠাই চরিত্রে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এবং সিদ্ধার্থ (Sidhartha) চরিত্রে আদৃত রায়ের (Adrit Roy) সাবলীল অভিনয় দেখে মুগ্ধ সকলেই।
তবে সময়ের সাথে সাথে বদলেছে অনেক কিছুই। সিরিয়ালের গল্প এখন কেবল সিধাইকে নিয়েই আবদ্ধ নেই। গল্পে এসেছে মিঠি, শাক্য এবং মিষ্টি। তার মধ্যে বেশি নজর কেড়েছে এই দুই খুদে। ধারাবাহিকে এই উচ্ছেবাবুর এঞ্জেল অর্থাৎ মিষ্টির চরিত্রে অভিনয় করছেন শিশু শিল্পী অনুমেঘা কাহালিকে (Anumegha Kahali)।
তার পাকাপাকা কথা আর চোখ মুখের এক্সপ্রেশন দেখে রীতিমত ঘায়েল সবাই। আর এবার এই খুদেই আসতে চলেছে জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। যার আগাম ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে চ্যানেল কর্তৃপক্ষ। সাম্প্রতিক ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায় স্বাগত জানাচ্ছেন মিঠাই-এর মিষ্টিকে।
আর এসেই ধুন্ধুমার কান্ড ঘটিয়েছে এই পাকা মেয়েটা। এইদিনের শো-তে সে হাজির হয়েছে তার নিজের মা ঋতুপর্ণা কাহলির সাথে। ‘দিদি নাম্বার ওয়ান’এ এসেই ‘ইস্টাইলে’ কোমরে হাত দিয়ে তুফান মেলের মতো বলতে শুরু করে ‘ননসেন্স, ইস্টুপিড, রিডিকিউলাস, ডিসগাস্টিং’।
এইটুকু বাচ্চার মুখে এই ডায়লগ শুনে হেসেই কুপোকাত সবাই। এরপর সঞ্চালিকা রচনা তাকে জিজ্ঞেস করেন, ‘ডায়লগ মুখস্থ কর কি করে?’ উত্তর যেন রেডিই ছিল। সপাটে জবাব দিয়ে বলে, ‘যদি একটা মানুষ এভাবে কথা বলতে পারে, তাহলে ডায়লগও মুখস্থ হয়ে যাবে’। মিষ্টির মুখে এইসব কথা শুনে হেসে কুটোপাটি খাচ্ছে দর্শকরাও।