সিরিয়াল শুরুর প্রথম দিন থেকেই ‘মিঠাই’ ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। একটানা ৩৮ সপ্তাহের বেশি সময় ধরে টিআরপি তালিকায় বাংলার সেরা স্থান দখল করে রেখেছে ‘মিঠাই’। কয়েকদিন আগে এক বছর পূর্ণ হয়েছে জি বাংলার সবথেকে জনপ্রিয় এই সিরিয়ালের। আর এক বছর পূর্তি উপলক্ষে কেক কেটে সেলিব্রেশনে মেতেছিল গোটা মোদক পরিবার। সেই আনন্দের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিঠাই।
হাসিখুশি এক পরিবারের মজাদার কাহিনী নিয়ে এগিয়েছে গল্প। আর এই গল্পের মূল কেন্দ্রবিন্দু হলো মিঠাই ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তার অসাধারন অভিনয় গুণ এর মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের আপন হয়ে গেছে মিঠাই। এখন রাত ৮ টা বাজলেই এই সিরিয়াল দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শকেরা। মিঠাইয়ের দুষ্টুমি, খুনসুটি দেখতে ভালোবাসেন অনুরাগীরা। আর নিজের জনপ্রিয়তা পাওয়ার সাথে সাথে মাচা শো তেও যেতে দেখা গেছে মিঠাইকে।
সম্প্রতি তার একটি লাইভ প্রোগ্রামের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার। আগমনী স্টুডিও নামের একটি সংস্থা থেকেই কিছুদিন আগে লাইভ প্রোগ্রামে গিয়েছিলেন অভিনেত্রী। আর ওখানে গিয়ে তার প্রোগ্রামের কিছু অংশ ওই পেজের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মিঠাইকে তার কিছু জনপ্রিয় ডায়লগ বলতে শোনা গেছে। এই ডায়লগ বলতে বলতে হঠাৎ করে ইমোশনাল হয়ে কেঁদে ফেলেছেন নায়িকা।
এর সাথেই দর্শকদের সঙ্গে নানা মজাদার কাহিনী ও ভাগ করে নিয়েছেন তিনি। হাজার হাজার অনুরাগীর সামনে গান করতে দেখা গিয়েছে মিঠাইকে। এই গানে উচ্ছ্বসিত হয়ে নেচেছেন দর্শকেরা। হাততালির শব্দ শুনেই বোঝা যাচ্ছিল মিঠাইকে সামনে থেকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়েছেন তাঁর ভক্তরা।