Mithijhora Bengali Serial new promo reveals New Character Entry

সতীন হয়ে ‘মিঠিঝোরা’তে এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় নায়িকা, প্রোমো ভিডিও রিলিজ হতেই হাঁ দর্শকেরা

জি বাংলার জনপ্রিয় বাংলা সিরিয়াল মিঠিঝোরাতে (Mithijhora) এবার এক নতুন টুইস্ট আসতে চলেছে। এই মুহূর্তে টিআরপি তালিকায় (TRP List) শীর্ষে থাকা এই সিরিয়ালে নতুন চরিত্রে এন্ট্রি নিতে চলেছেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty)। কিছুদিন আগেই অনামিকা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শরীরের পরিবর্তনের কারণে তিনি কাজ পাচ্ছিলেন না টলিউডে। কিন্তু এবার সেই সমস্যা কাটিয়ে তিনি আবার ফিরছেন পর্দায়, আর তার এই প্রত্যাবর্তন মিঠিঝোরা সিরিয়ালেই।

মিঠিঝোরা সিরিয়ালে অনামিকার নতুন চরিত্র

সম্প্রতি মিঠিঝোরা সিরিয়ালের একটি প্রোমো প্রকাশিত হয়েছে, যেখানে অনামিকা চক্রবর্তীকে দেখা গেছে। তিনি সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র অনির্বাণের প্রথম স্ত্রী কোয়েল এর ভূমিকায় অভিনয় করবেন। প্রোমোতে দেখা যায়, অনির্বাণ ও রাই এর সংসার যখন সুস্থির হচ্ছে, তখনই এক অচেনা মহিলা একটি ছোট মেয়েকে নিয়ে দরজায় আসে। সেই মহিলাই হল কোয়েল, অনির্বাণের প্রথম স্ত্রী। কোয়েল অনির্বানের বাড়িতে ঢুকে বলে, তার আর মেয়ের দেখভাল করার মতো কেউ নেই। তাই সে আশ্রয়ের জন্য অনির্বাণের কাছে এসেছে।

এই নতুন মোড় কি রাই ও অনির্বাণের সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি করবে? এই প্রশ্নই এখন মিঠিঝোরা সিরিয়ালের দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে। অনামিকা চক্রবর্তী এর আগে একাধিক হিট বাংলা সিরিয়ালে কাজ করেছেন, যেমন রাজযোটক, আকাশ নীলে ও ফাগুনের মোহনা। কিন্তু মিঠিঝোরা-তে তাঁর এই নতুন চরিত্রে ধূসর ছায়া থাকতে পারে বলেই মনে করছেন অনেকেই।

অনামিকার ব্যক্তিগত জীবন

অনামিকার ব্যক্তিগত জীবনও এই সময়ে চর্চার বিষয় হয়ে উঠেছে। ২০২৩ সালের ২৮ জুন, তিনি টেলিভিশনের পরিচিত মুখ উদয় চোপড়াকে বিয়ে করেছেন। তাদের দুজনের ফটো মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। তবে মিঠিঝোরাতে তাঁর এন্ট্রি নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, তিনি হয়তো রাই-অনির্বাণের সংসারে অশান্তি আনতে চলেছেন। কারণ এর আগেও একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে প্রথম স্ত্রী এসে অনিষ্টই করেছে বেশিরভাগ ক্ষেত্রে।

প্রসঙ্গত, বর্তমানে বাংলা সিরিয়ালগুলির মধ্যে মিঠিঝোরা অন্যতম জনপ্রিয়। ধারাবাহিকটি তার জটিল সম্পর্ক ও চরিত্রগুলির কারণে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এখন অনামিকার চরিত্রটি কিভাবে গল্পকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই দেখার অপেক্ষা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X