নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দেবাদৃতা বসু (Debadrita Basu)। বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’তে (Mithijhora) নীলুর (Nilu) চরিত্রে। দীর্ঘদিনের অভিনয় জীবনে একের পর এক সুপারহিট ধারাবাহিককে অভিনয় করে বরাবরই দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে এবার এই অভিনেত্রীই পড়লেন দর্শকদের কটাক্ষের মুখে।
তাঁর অভিনয় দেখে কেউ মন্তব্য করেছেন তাঁর নাকি ‘ন্যাকামিতে অস্কার পাওয়া উচিত’। তো কারও মন্তব্য তাঁর অভিনয় নাকি ‘হাঁপানি রোগীর মত হচ্ছে’। কিছুদিন আগেই তিন বোনের গল্প নিয়ে জি বাংলার পর্দা শুরু হয়েছে এই নতুন ধারাবাহিক মিঠিঝোরা। এই ধারাবাহিকে শুরু থেকেই দেখা যাচ্ছিল বড় বোন রাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল বড়লোক বাড়ির ছেলে শৌর্য্যর।
কিন্তু আচমকা রাতারাতি বদলে যায় সমস্ত ঘটনা। বিয়ের দিন রাতেই রাইয়ের বাবার মৃত্যুর ঘটনা রাতারাতি বদলে দেয় তাদের তিনজনের জীবন। বাবার অনুপস্থিতিতে বাড়ির সবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেই বাধ্য হয়ে নিজের বোনের সাথে হবু স্বামীর বিয়ে দিয়ে দেয় রাই। আর তারপরে শুরু হয় যত অশান্তি।
একদিকে শ্বশুর বাড়িতে গিয়ে নীলুকে পদে পদে অপমানিত হতে হয় শৌর্য্যর বৌদির কাছে। তবে গত পর্বেই দর্শক দেখেছেন নীলু রাইকে খুব বাজে ভাবে অপমান করেছে। তারপর রাই শৌর্য্যর বাবার দেখাশোনা করার দায়িত্ব নীলুকে দিয়েই নিজের বাড়ি চলে আসে। কিন্তু তারপরেই দেখা যায় শৌর্য্যর বাবা পড়ে গিয়ে প্রচন্ড আঘাত পায়।
আরও পড়ুন: ‘বাবা হতে পারিনি তো কী আছে’! স্ত্রী ঈশিতাকে আদর্শ জীবনসঙ্গী হিসাবে কত নম্বর দিলেন শুভাশিস?
আর তার জন্য সবাই চরম অপমান করে নীলুকে। আর শৌর্য্যর আবার তার বাবার সেবা করার জন্য নিতে আসে রাইকে। কিন্তু রাই এদিন জানিয়ে দেয় সে ওই বাড়িতে অনেক অপমানিত হয়েছে, তাই তার পক্ষে সেখানে আর ফিরে যাওয়া সম্ভব নয়। তবে সিরিয়ালে এই নীলুর চরিত্রে দেবাদৃতার অভিনয় দেখে বেশ হতাশ দর্শকরা।
এমনকি দর্শকরা তাঁর অভিনয় দেখেও বেশ অসন্তুষ্ট। কেউ কটাক্ষ করে লিখেছেন ‘এ কি রকম অভিনয়! ন্যাকামিতে অস্কার পাওয়া উচিত। হাঁপানি রোগীর মতো অভিনয় করছে।অপর একজন লিখেছেন,’নীলুর চরিত্রটাকে আগে যাও ভালো লাগতো এখন তো যাচ্ছেতাই। এত আদিখ্যেতা করছে শৌর্য্যকে নিয়ে যে কি বলব।’ কেউ আবার সিরিয়ালের টিআরপি কোমর জন্য নীলু কে কাঠগড়ায় তুলে লিখেছেন ‘এসব কি নাটক! এত সব বলছে আর ওর রিঅ্যাকশন খালি হাঁপানি! পুরো ফেক লাগছে এই জন্যই টিআরপি বাড়ছে না।’