‘ডিস্কো ডান্সার’ (Disco Dancer), এই দুটো শব্দে বদলে গেছিল একটা মানুষের পৃথিবী। ভেঙেছিল বলিউডের তথাকথিত কিছু নাক উঁচু তারকার অহঙ্কার। কলকাতার নিম্ন মধ্যবিত্ত বাড়ি থেকে উঠে এসে বি টাউনে রাজত্ব কায়েম করেছিল এক বাঙালি ছেলে ‘মিঠুন চক্রবর্তী’ (Mithun Chakraborty)। যে হলেন বাঙালির আবেগ, বাঙালির গর্ব।
‘মৃগয়া’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেও তাঁকে প্রকৃত খ্যাতি এনে দিয়েছিল ডিস্কো ডান্সার। এক স্ট্রাগলারকে এনে দিয়েছিল বিশ্বজোড়া খ্যাতি। সাথে সাথে বাঙালি এবং বাংলার নামের সম্মানও বেড়েছিল বৈকি। আর এবার খবর মিলেছে, চার দশক কাটিয়ে আসছে সেই ছবির সিক্যুয়েল।
ডিস্কো ডান্সার মুক্তি পেয়েছিল ১৯৮২ সালে। বলিউডে মিঠুনের পায়ের তলার জমি শক্ত করেছিল এই ছবি। ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার’, ‘কোই ইয়াহা নাচে নাচে’, ‘জিমি জিমি আজা আজা’, ‘ইয়াদ আ রাহা হ্যায়’, ‘কৃষ্ণা ধরতি পে আজা তু’ ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী এবং মিঠুনের যুগলবন্দি ঝড় তুলেছিল ইন্ডাস্ট্রিতে।
মিঠুন অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার পর কেটে গিয়েছে ৪১ বছর। তবে এই ছবির প্রতিটি গান, মিঠুনের আইকনিক নাচ সবই এখনো এভারগ্রীন। তবে এত বছর পেরিয়ে গেলেও ‘ডিস্কো ডান্সার’র সিক্যুয়েল আনার কথা কেউ ভাবেনি। তবে বলিউডে ক্ষরা দেখা দিতেই শোনা গেল, এই আইকনিক ছবির শরনাপন্ন হয়েছেন বি টাউনের নির্মাতারা।
প্রসঙ্গত, প্রথম ছবির পরিচালক এবং প্রযোজক দুই-ই ছিলেন বি সুভাষ। তবে এবার কেবল প্রযোজনার দায়িত্বটাই তিনি সামলাবেন বলে খবর। এদিকে পরিচালনার দায়িত্ব গিয়েছে নীতিন কুমার গুপ্তার হাতে। সূত্রের খবর বলছে, প্রথম ছবিটি যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় ছবির গল্প। গল্প এগোবে জিমি আর তাঁর ছেলেকে ঘিরে।
এখন ডিস্কো ডান্সারের সিক্যুয়েল হবে আর মিঠুন চক্রবর্তী থাকবেননা তাই কখনও হয়? বলিপাড়ার কানাঘুষা খবর, এখনও পর্যন্ত তাঁর কাছে ছবির অফার না গেলেও, জিমি চরিত্রেই আবারো বর্ষীয়ান অভিনেতাকে ফেরানোর ইচ্ছা আছে নির্মাতাদের। তবে তার ছেলের ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনো জানা যায়নি। খবর, ইতিমধ্যেই বেশ কয়েকজন আন্তর্জাতিক সঙ্গীত পরিচালকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।