Mithun Chakraborty

Moumita

মহাগুরু হয়েও কেন সিনেমা থেকে ১০ বছর দূরে ছিলেন, অবশেষে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী

দীর্ঘ ১০ বছর পর নিজের আঙিনায় পা রাখছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর মাত্র ১০ দিনের অপেক্ষা। আর তারপরেই শুরু হবে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় নন ফিকশন শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। আসন্ন সিজনের মহাগুরুর আসনে দেখা যাবে বলিউডের ডিস্কো কিং-কে।

   

পুরো একটা দশক পর মিঠুন তার ঘরে ফিরছেন আর তা নিয়ে চর্চা হবেনা তাই কি হয়? ১০ বছর পর ফিরে কেমন লাগছে তার? আর কেনই বা এতদিন দূরে ছিলেন তিনি? এধরনের নানা প্রশ্ন ভিড় করেছে অনুরাগীদের মনে। আর সম্প্রতি মিঠুন চক্রবর্তী হাজির হয়েছেন তার উত্তর নিয়ে।

মহাগুরুর কথায়, জি বাংলার ভাবনাকে ধার করেই নাকি জাতীয় স্তরে জি টিভিও ডান্স ইন্ডিয়া ডান্স শুরু করে। এবং তারা তাকে বাংলা থেকে ডেকে নিয়ে যায়। যদিও তার পেছনে মিঠুন চক্রবর্তীর নিজেরও কিছু উদ্দেশ্য ছিল। এবং এই সাক্ষাৎকারে সেটাও জানিয়েছেন তিনি।

মিঠুনের কথায় ‘আমার উদ্দেশ্যে ছিল অন্য। কিছু বছর আগে পর্যন্তও সকলে প্রশ্ন করতেন এই শিশুগুলোর ভবিষ্যৎ কি? ডান্সার? গান গাওয়া চলে, কিন্তু নাচ সেভাবে গ্রহণ করে না কেউ। এই মিথকে ভাঙতেই চেয়েছিলাম আমি। বহু ডান্সারের জন্ম হয়েছে এই সব স্টেজে। এখন আর এসব প্রশ্ন আমায় শুনতে হয় না। আমার সেই উদ্দেশ্য পূরণ হয়েছে’।

টলিউড,বিনোদন,গসিপ,মিঠুন চক্রবর্তী,ডান্স বাংলা ডান্স,জি বাংলা,কামব্যাক,Tollywood,Entertainment,Gossip,Mithun Chakraborty,Dance Bangla Dance,Zee Bangla,Comeback

সূত্রের খবর, আসন্ন এই সিরিজে মোট ২৪ জন প্রতিযোগী অংশ নেবে। তার মধ্যে ১২ জন হবে প্রাপ্ত বয়স্ক। এবং ১২ জন হবে ১৮ বছরের নীচের কিশোর-কিশোরী। শেষবারের মত বিচারক হিসেবে এবারও থাকবেন শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চ্যাটার্জী এবং মৌনি রায়।

পাশাপাশি এটাও জানিয়ে রাখি, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে প্রতি শনি রবি রাত্রি ৯.৩০ মিনিটে জি বাংলার পর্দায় দেখা যাবে ‘ডান্স বাংলা ডান্স’। সেই সাথে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকেও। এদিকে শো সঞ্চালনা করবেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা। সবে মিলিয়ে বেশ জমজমাট হতে চলেছে আসন্ন সিজন।