Mobile Phone

Mobile Phone: বন্ধ হয়ে যাবে ৫ বছরের পুরনো ফোন? সরকারের নতুন নিয়ম আগে থেকে জেনে নিন

নিউজশর্ট ডেস্কঃ মোবাইল ফোন(Mobile Phone) এখন মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়িয়েছে। মোবাইল ফোন ছাড়া এখন একদণ্ডও চলে না কোনো মানুষের। কিছু কিছু মানুষের কাছে দীর্ঘদিন ধরে তাদের পুরনো মোবাইল রয়ে গিয়েছে। তবে এবার এই পুরনো মোবাইল নিয়ে এক বিরাট তথ্য সামনে এসেছে।

জানা গিয়েছে, মোবাইল ফোন স্ক্র্যাপিং নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে। আর এর ফলে পাঁচ বছরের পুরনো ফোনের ব্যবহার নিষিদ্ধ হয়ে যাবে। আর এর কারণ হলো সরকারের নির্দিষ্ট ‘এসএআর’ মান। সোশ্যাল মিডিয়ায় বিশেষত ইনস্টাগ্রামে দাবি করা হচ্ছে যে পাঁচ বছরের পুরনো ফোনের ব্যবহার নিষিদ্ধ হবে। সত্যিই কি এই তথ্য সঠিক? চলুন সত্যিটা জেনে নেওয়া যাক।

এই দাবি সম্পূর্ণ মিথ্যা। এর কারণ সরকার ইতিমধ্যেই এসএআর ভ্যালুর স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে। এই স্ট্যান্ডার্ড প্রত্যেকটি স্মার্টফোন কোম্পানিকে মানতে হয়। এই SAR ভ্যালুর ডিটেলস স্মার্টফোনের বক্সে রেকর্ড করা হয়। টেলি যোগাযোগ দপ্তর থেকে এমনটাই দাবি করা হয়েছে। টেলি যোগাযোগ বিভাগের পক্ষ থেকে ৫ বছরের পুরনো ফোন বন্ধের কোন আদেশ জারি করা হয়নি। যতদিন ইচ্ছে আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: Technology: দিন দিন ফোন স্লো হয়ে যাচ্ছে? এই ট্রিকস জানলে পুরনো ফোনই কাজ করবে নতুনের মতো

চলুন তাহলে এই SAR কি সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। মোবাইল ফোন থেকে কতটা পরিমাণ রেডিয়েশন নিঃসরণ হবে সেটা SAR ভ্যালু দ্বারা নির্ধারিত হয়। একটি ডিভাইসের জন্য এসএআর মান স্থির করা হয়। যেকোনো ডিভাইসের এসএআর মান 1.6W/Kg এর বেশি হওয়া উচিত নয়। এই নিয়মটি ২০১৩ সালের ১ সেপ্টেম্বর ভারত সরকার দ্বারা ঘোষণা করা হয়েছিল।

আপনি যদি আপনার ফোনের এসএআর মান চেক করতে চান তাহলে ফোনের বক্সে দেখে নিতে পারেন। কিংবা আপনার স্মার্টফোনে *#07# ডায়াল করে SAR মান চেক করে নিতে পারেন।

Papiya Paul

X