‘৫০ ওভারের ক্রিকেট বিরক্তিকর, দু’বছর পর কেউ খেলবে না’, বললেন মঈন আলি

দিনের পর দিন সারা বিশ্ব জুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ক্রিকেট সারা বিশ্ব জুড়ে যত জনপ্রিয় হচ্ছে যতই বাড়ছে ম্যাচের সংখ্যা। আগের তুলনায় এখন অনেক বেশি ম্যাচ খেলতে হয় ক্রিকেটারদের। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট। এছাড়াও টেস্ট ক্রিকেটার আভিজাত‍্যতো আছেই। এরই মাঝে হারিয়ে যাচ্ছে ৫০ ওভারের ক্রিকেটের জনপ্রিয়তা।

ইতিমধ্যে বেশ কিছু ক্রিকেটার ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। তারা টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটেই যাবতীয় ফোকাশ করেছেন। যার কারণে দিনের পর দিন ক্রিকেটারদের মধ্যেও ৫০ ওভারের ক্রিকেট খেলার প্রবণতা কমে আসছে। ইতিমধ্যেই ৫০ ওভারের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এরই মধ্যে একজন ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের সদস্য মইন আলি। একটি সাক্ষাৎকারে মইন বলেছেন, ‘‘আমার মনে হয়, ৫০ ওভারের ক্রিকেট নিয়ে আগের মতো আর আগ্রহ নেই। আসলে আকর্ষণের তেমন কিছুই বাকি নেই। এটা সকলের পছন্দের থেকে অনেক দূরে চলে যাচ্ছে।’’

Avatar

Koushik Dutta

X