Arijit

কালবৈশাখী ছাপিয়ে যুবভারতীতে মোহনবাগান ঝড়, চার গোলে লন্ডভন্ড বাংলাদেশের বসুন্ধরা

গতকাল কলকাতার যুবভারতী স্টেডিয়ামে এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান এবং বাংলাদেশের জনপ্রিয় ক্লাব বসুন্ধরা কিংস। এই ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিট পরই কলকাতায় শুরু হয় কালবৈশাখী ঝড়। তবে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি এইদিন কলকাতা দেখলো আরও একটি ঝড় সেটা হল মোহনবাগান ঝড়।

   

এইদিন খেলা শুরু হওয়ার চার মিনিটের মধ্যেই শুরু হল প্রবল ঝড়। উড়ে গেল স্টেডিয়ামের চাল, মাঠ ঢেকে গেল প্লাস্টিক, কাগজে। চারিদিকে ধুলোর ঝড়। এর মধ্যেই সাইডলাইনের বিলবোর্ড লন্ডভন্ড হয়ে যাওয়ায় কিছুক্ষণ ম্যাচ বন্ধ রেখেছিলেন রেফারি। কিন্তু আরও মিনিট সাতেক গড়ানোর পর ঝড় এবং বৃষ্টি বাড়তে থাকায় ম্যাচ বন্ধ করতে বাধ্য হলেন তিনি। প্রায় 55 মিনিট বন্ধ থাকার পর শুরু হয় ম্যাচ।

তবে ম্যাচ শুরু হতেই যুবভারতিতে দেখা গেল লিস্টন কোলাসো ঝড়। হ্যাটট্রিক করে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসকে উড়িয়ে দিল লিস্টন কোলাসো। এছাড়াও মোহনবাগানের হয়ে অপর গোলটি করেন ডেভিড উইলিয়ামস। 4-0 গোলে বসুন্ধরা কিংসকে হারিয়ে দিল মোহনবাগান।