মুম্বাই হারাল দিল্লিকে, প্লে অফে চলে গেল বিরাটের আরসিবি

গতকাল আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচ দিল্লির কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এই ম্যাচ জিতলেই প্লে অফে চলে যেত দিল্লি ক্যাপিটালস। তাই এই ম্যাচ দিল্লির কাছে ছিল মরণ বাঁচন লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স এর অধিনায়ক রোহিত শর্মা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শকে হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। তবে পৃথ্বী শ, ঋষভ পন্থ এবং রোভমান পাওয়ালের ব্যাটে ভর করে নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে 159 রান তোলে দিল্লি ক্যাপিটালস।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র 2 রান করে আউট হয়ে যায় রোহিত শর্মা। তবে ঈশান কিষানের 48 রান, বেবি এবির 37 রান এবং শেষের দিকে টিম ডেভিডের 11 বলে বিধ্বংসী 34 রানে ভর করে 5 উইকেটে এই ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লিকে এই ম্যাচে হারিয়ে আরসিবিকে প্লে অফে তুলে দিল মুম্বাই ইন্ডিয়ান্স।

Avatar

Koushik Dutta

X