Mohunbagan or East Bengal which football team Amitabh Bacchan Supports

মোহনবাগান না ইস্ট বেঙ্গল কোন দলের সাপোর্টার বিগ বি? নিজেই জানালেন অমিতাভ বচ্চন

পার্থ মান্নাঃ বলিউডের ইয়াং ম্যান অমিতাভ বচ্চনকে ছোট থেকে বড় সকলেই এক ডাকে চেনেন। বর্তমানে ‘কৌন বানেগা ক্রোড়পতি’ সিজন ষোলোতে দেখা যাচ্ছে তাকে। মঞ্চে প্রতিযোগীদের প্রশ্ন উত্তরের মাধ্যমে লক্ষ থেকে কোটি টাকা পর্যন্ত জেতানোর খেলার সঞ্চালনা থাকে তারই হাতে। প্রতিযোগিতার প্রশ্ন উত্তরের মাঝেই চলে জমিয়ে আড্ডা। আরিবার সেই আড্ডার মাঝেই ফাঁস হল মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল কোন টিমের সমর্থক অমিতাভ বচ্চন।

কৌন বানেগা ক্রোড়পতিতে অমিতাভ বচ্চন

যারা নিয়মিত চটি দেখেন তারা জানেন প্রতিযোগিতার প্রশ্ন ছাড়াও প্রতিযোগীদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানান প্রশ্ন ও মজার আড্ডায় মেতে ওঠেন অমিতাভ বচ্চন। প্রতিযোগিতাও নিজেদের মনের কৌতূহল মেটাতে বিগ বিকেও প্রশ্ন করেন। সম্প্রতি এমনই একজন প্রতিযোগী হিসাবে হটসিটে হাজির হয়েছিলেন হুগলির বাসিন্দা বাচ্চু সাঁতরা।

কথায় কথায় জানা যায় ক্রিকেট খেলতে ভালো লাগে বাচ্চু সাঁতরার। তখন বিগ বি জিজ্ঞাসা করেন, ফুটবল খেলতে ভালো বাসেন কি না। উত্তরে প্রতিযোগী জানান, বাঙালি মানেই সে ফুটবল খেলবে। এই প্রশ্ন বাঙালিদের করা উচিত নয়। তারপরেই অমিতাভ বচ্চনকে বাচ্চু জিজ্ঞাসা করেন যে কোন দলের সমর্থক বিগ বিগ, মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গল? উত্তরে কি বললেন বিগ বি?

মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল কার সাপোর্টার অমিতাভ বচ্চন?

বিগ বি জানান তিনি মোহনবাগানকে সাপোর্ট করেন। শুনেই প্রতিযোগী বলেন, ‘আরে সাব্বাস! আমিও তো মোহনবাগানের সাপোর্টার।’ সোনি চ্যানেলের তরফ থেকে এই এপিসোডের ছোট একটি ক্লিপ শেয়ার করা হয়েছে। যেটা বেশ ভাইরাল হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, আজ অর্থাৎ শুক্রবারে ‘কৌন বানেগা ক্রোড়পতি’র মঞ্চে হাজির হতে চলেছেন ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির টিম। ছবিতে নায়ক হিসাবে কার্তিক আরিয়ান ও তার সাথে দেখা যাবে বিদ্যা বালানকেও মূলত ছবির প্রোমোশনের জন্যই আসবেন তাঁরা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X