Money Making Tips

Papiya Paul

Money Making Tips: মাত্র ১০ বছরে কোটিপতির হওয়ার স্বপ্ন দেখেন! এইভাবে টাকা রাখলে পূরণ হবে স্বপ্ন

নিউজশর্ট ডেস্কঃ প্রতিটি মানুষই বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন। নিজের কাছে লাখ লাখ-কোটি কোটি টাকা থাকার ইচ্ছে অনেকের মধ্যেই রয়েছে। তবে কোটি টাকার মালিক হওয়ার শুধু স্বপ্ন দেখলেই হবে না। এর জন্য মোটা টাকা রোজগার করতে হবে। আর শুধু রোজগার নয়। সঠিক পদ্ধতিতে সঞ্চয় করতে পারলে তবে কোটি কোটি টাকা ব্যালেন্স করা যাবে।

   

একথা মুখে বলা যত সহজ কাজে করে দেখানো ততই কঠিন। সকলে এই কাজে সফল হতে পারেন না। কিন্তু এর মধ্যেও ব্যতিক্রম রয়েছে। সঠিকভাবে প্ল্যানিং করতে পারলে এই অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। তাই সঠিক সময়ে সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ করা প্রয়োজন। শুধুমাত্র অর্থ উপার্জন করলেই হবে না। এর সঙ্গে প্রতি মাসে অল্প অল্প করে টাকা সঞ্চয় করা প্রয়োজন।

এক্ষেত্রে বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ(Investment) করা যায়, আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো কিভাবে অল্প সময়ের মধ্যে কোটিপতি(Money Making Tips) হওয়ার সম্ভাবনা থাকে? কিভাবে আপনার টাকা এবং ব্যাংক ব্যালেন্স ভরিয়ে তুলতে পারবেন? তা জানার জন্য অবশ্যই প্রতিবেদনটি পুরোটা পড়ে ফেলুন। এক্ষেত্রে আপনাকে সবার প্রথমে দেখতে হবে আপনি যেখানে টাকা রাখছেন সেখানে কত টাকা রিটার্ন পারবেন।

আরও পড়ুন: Investment: মাসে ৩০ হাজার কামিয়ে কোটিপতি হওয়ার ইচ্ছে! জেনে নিন কোথায় কিভাবে ইনভেস্ট করবেন?

এই মুহূর্তে এসআইপিতে বেশ ভালো টাকা রিটার্ন দিচ্ছে। তাই এসআইপি’তে অর্থ বিনিয়োগ করলে কম সময়ে ভালো টাকা রোজগার করা যেতে পারে। হিসেব বলছে, আপনি যদি এসআইপিতে প্রতি মাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করেন। তাহলে ২০ বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবেন। এসআইপির ক্যালকুলেটর অনুযায়ী, বর্তমানে ১২% বার্ষিক সুদের হার হিসাবে ১০ হাজার টাকা প্রত্যেক মাসে রাখলে ২০ বছরে কোটিপতি হওয়া যাবে।

আর ১৫০০০ টাকা করে প্রত্যেক মাসে রাখলে ১৭ বছরের মধ্যে আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন। আর যদি আরো কম সময়ে কোটিপতি হওয়ার ইচ্ছে থাকে তাহলে প্রত্যেক মাসে ২০ হাজার টাকা এসআইপি করতে হবে তাহলে ১৫ বছরে কোটিপতি হয়ে যেতে পারবেন। আর ২৫ হাজার টাকা প্রত্যেক মাসে রাখলে ১৪ বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবে। আর আরো তাড়াতাড়ি কোটিপতি হওয়ার ইচ্ছে থাকলে প্রত্যেক মাসে এসআইপিতে ৪৫ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে। তাহলে মাত্র ১০ বছরের মধ্যে আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন।