নিউজশর্ট ডেস্কঃ আপনি যদি নির্দিষ্ট নিয়মে সঠিক উপায়ে অর্থ বিনিয়োগ করে থাকেন। তাহলে কিছু বছর পরে মোটা টাকা রিটার্ন আসবে। এক্ষেত্রে মোটা টাকা রিটার্ন পেতে চাইলে এসআইপি-তে অর্থ বিনিয়োগ করা যায়। এমনকি এসআইপিতে(SIP) ১ লক্ষ টাকা বিনিয়োগের মাধ্যমে ১০ কোটি টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। শুনতে অবাক লাগলেও এই ঘটনা এক প্রকার ঘটা সম্ভব।
তবে সবার আগে মনে রাখতে হবে যে এসআইপিতে অর্থ বিনিয়োগ কিন্তু বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তাই ১ লক্ষ টাকার এসআইপিকে ১০ কোটি টাকায় নিয়ে যাওয়ার জন্য অনেকটাই ঝুঁকি বহন করতে হবে। এছাড়া বার্ষিক রিটার্ন হারে ১০ কোটি টাকা পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময় বারে বারে পরিবর্তিত হতে পারে।
এক্ষেত্রে যদি ১২ শতাংশের হিসাবে রিটার্ন ধরা যায়। তাহলে ২০ বছরে ১০ কোটি টাকা একজন বিনিয়োগকারী এসআইপির মাধ্যমে পেতে পারেন। এক্ষেত্রে বিনিয়োগকারীকে প্রত্যেক মাসে ১ লক্ষ টাকা এসআইপিতে বিনিয়োগ করতে হবে। বৈচিত্র্যপূর্ণ ইকুইটি মিউচুয়াল ফান্ড বার্ষিক ১২ থেকে ১৫ শতাংশ রিটার্ন দিয়ে থাকে। এর ফলে এই টাকা রিটার্ন পাওয়া সম্ভব হয়। তবে এসআইপিতে মোটা টাকা রিটার্নের আশায় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু একেবারেই করা চলবে না।
আরও পড়ুন: LIC: আপনার সঞ্চিত টাকা দিয়ে কি করে LIC? বিনিয়োগের আগে সব তথ্য জানলে মিলবে উপকার
১) যেকোনো ফান্ডে এলোমেলোভাবে বিনিয়োগ করা যাবে না।
২) চটজলদি ধনী হয়ে যাওয়া যাবে এই মানসিকতা থেকে নিজেকে দূরে রাখতে হবে। নাহলে যে কোন সময় সমস্ত অর্থ শেষ হয়ে যেতে পারে।
৩) শুধু মোটা টাকা রিটার্নের পেছনে ছুটলে হবে না। আপনার নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে।
৪) দীর্ঘমেয়াদী বিষয়ে এগিয়ে যেতে হবে।
৫) প্রয়োজনে অবশ্যই একজন বিনিয়োগ বিশেষজ্ঞকারীর সঙ্গে যোগাযোগ করতে হবে।