SBI

SBI: ঘরে বসেই প্রতি মাসে আয়ের সুযোগ দিচ্ছে SBI, এই স্কিমের সম্পর্কে জানলে অনেক কাজে লাগবে

নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে প্রত্যেকেই চান তারা যেখানেই বিনিয়োগ করুন না কেন সেখান থেকে প্রতি মাসে যেন একটি নির্দিষ্ট পরিমাণ আয় হয়। আর এই কারণেই পোস্ট অফিসের পাশাপাশি দেশের অনেক ব্যাংকের তরফ থেকেও গ্রাহকদের জন্য এই সুবিধা দেওয়া হয়ে থাকে।

যা থেকে প্রতি মাসেই নির্দিষ্ট পরিমাণ টাকা পান গ্রাহকরা। এই মুহূর্তে আমাদের দেশের সরকারি ব্যাংক (Government Bank) হিসেবে ব্যাপক জনপ্রিয় ভারতীয় স্টেট ব্যাংক (State Bank)। এই ব্যাংকের তরফ থেকে নিজস্ব কিছু স্কিমও চালানো হয়। যেখানে বিনিয়োগ করার পর গ্রাহকরা প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন।

প্রতি মাসেরএই উপার্জন থেকেই  আর্থিক দিক দিয়ে সুবিধা হয়ে থাকে অনেকেরই। আজ আপনাদের জানাবো এসবিআই ব্যাংকের এমন একটি লাভজনক স্কিম সম্পর্কে।

এসবিআই,SBI,মাসিক আয়,Monthly Income,এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিম,SBI Annuity Deposit Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এসবিআই ব্যাংকের অ্যানুইটি ডিপোজিট স্কিম কী?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিজস্ব ফিক্সড ডিপোজিট স্কিমে কেউ যদি নির্দিষ্ট সময়ের জন্য এককভাবে অর্থ বিনিয়োগ করেন, তাহলে তাকেপ্রতি মাসে ব্যাঙ্কের তরফ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে। SBI ব্যাঙ্কের এই স্কিমের নাম এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিম (SBI Annuity Deposit Scheme)।

আরও পড়ুন: লটারি নয়, এবার ভাগ্য বদলাবে LIC! জবরদস্ত এই স্কিমে রাতারাতি হবেন কোটিপতি

FD আর SBI অ্যানুইটি ডিপোজিট স্কিম আলাদা কেন ?

এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিম আর FD স্কিম একেবারেই আলাদা। কারণ ফিক্সড ডিপোজিট স্কিমে একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা বিনিয়োগ করলে শুধু মেয়াদপূর্তির পরেই টাকা ফেরত পাওয়া যায়। এক্ষেত্রে মোট বিনিয়োগের টাকার সাথে যুক্ত হয় ব্যাংকের তরফ থেকে দেওয়া সুদের টাকাও।

কিন্তু এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিমে নির্দিষ্ট সময়ের জন্য শুরুতেই একটি পরিমাণ অর্থবিনিয়োগ করতে হবে। বিনিয়োগের পর, ব্যাঙ্ক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে। এক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ এবং অর্জিত সুদের টাকা উভয়ই একইসাথে থাকে। এক্ষেত্রে ব্যাঙ্ক প্রতি মাসে বিনিয়োগ করা টাকার ওপর কিস্তিতে অর্থ প্রদান করে তবে স্কিমের মেয়াদপূর্তির পর বিনিয়োগের পরিমাণ এবং সুদ উভয়ই শূন্য হয়ে যায়।

SBI

কেউ যদি এই স্কিমে বিনিয়োগ করে প্রতি মাসে ১০ হাজার টাকা আয় করতে চান, তাহলে এক্ষেত্রে তাকে ৫,০৭,৯৬৪ টাকা  বিনিয়োগ করতে হবে। এরফলে  ব্যাঙ্ক থেকে  প্রতি মাসে ১০  হাজার টাকা করে অর্থ উপার্জন করা যাবে। তবে এই অর্থ শুধু স্কিমের ম্যাচুউরিটি পর্যন্ত পাওয়া যায়। তবে স্কিমটি ম্যাচিওর হওয়ার সময় কোনো অর্থই পাওয়া যায় না।

Avatar

anita

X