এয়ারটেল,এয়ারটেল ৫জি,৫জি পরিষেবা,Airtel,Airtel 5G,5G services

Moumita

শুরু হয়ে গেল Airtel 5G, ডাউনলোড স্পিড টক্কর দেবে Jio-কেও! খুশি গ্রাহকরা

চলতি মাসেই শুরু হয়েছে এয়ারটেল 5G পরিষেবা। বেশ আড়ম্বরের সাথেই চালু করা হলো Airtel এর 5G Plus সার্ভিস। শুরুর দিকে দিল্লি, গুরুগ্রাম, চেন্নাই সহ আরো কিছু শহরে এই পরিষেবা চালু করেছে Airtel। এমতাবস্থায় সংস্থাটি জানিয়েছে যে, ওয়েলকাম অফারের দরুন কিছু গ্রাহক উপভোগ করতে পারবেন Airtel 5G-র ফ্রী সার্ভিস।

   

প্রসঙ্গত, গত ১ অক্টোবর থেকেই , মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে চালু হয়েছে Airtel 5G Plus সার্ভিস। পুরো দেশে পরিষেবা দিতে এখনও এক বছর লাগবে বলে জানিয়েছে সংস্থাটি। সূত্রের খবর, যাদের কাছ 5G স্মার্টফোন স্মার্টফোন রয়েছে তারা ইতিমধ্যেই এই পরিষেবা উপভোগ করতে শুরু করেছেন।

তবে ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তার স্পিড। 5G তো চালু হয়েছে বটে কিন্তু তার স্পিড কেমন এটা জানাও গুরুত্বপূর্ণ। খোঁজ নিতে গিয়ে জানা গেছে, এই বিষয়ে তরতরিয়ে দৌড়াচ্ছে এয়ারটেল। একেবারে ৪৬৫ এমবিপিএস থেকে ৭৩২ এমবিপিএস অবধি গতি পাচ্ছেন ব্যাবহারকারিরা।

এয়ারটেল,এয়ারটেল ৫জি,৫জি পরিষেবা,Airtel,Airtel 5G,5G services

এমতাবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এই যে, এইমুহুর্তে 5G পরিষেবা ব্যাবহার করার জন্য কোনো চার্জ লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যেই Airtel এর 5G পরিষেবা উপভোগ করতে পারছে সংশ্লিষ্ট শহরের বাসিন্দারা। রিপোর্ট অনুযায়ী, এর জন্য আলাদা কোনো 5G সিম কেনারও প্রয়োজন পড়বে না। 4G সিমেই 5G পরিষেবা ব্যবহার করা যাবে।

এয়ারটেল,এয়ারটেল ৫জি,৫জি পরিষেবা,Airtel,Airtel 5G,5G services

তবে এখানে বলে রাখি, আপাতত কিছু লিমিটেড স্মার্টফোনেই পাওয়া যাচ্ছে Airtel 5G-এর পরিষেবা। আইফোনে এই পরিষেবা উপলব্ধ হতে পারলেও অ্যাপল কোম্পানি এখনও তার পারমিশন দেয়নি। আগামী ডিসেম্বরের মধ্যে অ্যাপল নতুন আপডেট নিয়ে এলে তারপরেই আইফোনে 5G পরিষেবা পাওয়া যাবে।

এয়ারটেল,এয়ারটেল ৫জি,৫জি পরিষেবা,Airtel,Airtel 5G,5G services

কিভাবে Airtel 5G পরিষেবা চেক করবেন : এইমুহুর্তে দেশের ৮ টি শহরে পাওয়া যাচ্ছে Airtel 5G পরিষেবা। আপনি যদি সংশ্লিষ্ট শহরের বাসিন্দা হন এবং আপনার ফোন 5G সাপোর্ট করে তাহলে আপনি Apple App Store বা Google Play Store থেকে Airtel Thanks অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। এর পরে আপনি সেখানে 5G বিভাগে গিয়ে দেখে নিতে পারেন আপনার জন্য এই সুবিধা উপলব্ধ কিনা।