‘ব্যোমকেশ’র (Byomkesh) চরিত্রে নাকি দেব(Dev), কথাটা শোনার পর থেকেই হুলুস্থুল পড়ে গেছিল নেটপাড়ায়। কম বিতর্ক তো হয়নি এটা নিয়ে। অভিনেতা রাহুল অরুণোদয় থেকে শুরু করে নেটিজনদের কেউই বাদ যায়নি বিষয়টি নিয়ে ব্যঙ্গ করতে। তবে টলিপাড়ার হিরো এসবকে বিশেষ পাত্তা দিয়েছেন বলে মনে হয়না। বরং সামনে এসেছে অজিত এবং সত্যবতী হিসেবে আরো দুটি নাম।
স্টুডিওপাড়ার খবর, ব্যোমকেশের (Byomkesh) ছায়াসঙ্গী অজিতের চরিত্রে দেখা মিলবে অম্বরীশের (Ambarish)। নিঃসন্দেহে বড় চমক এটা দর্শকদের কাছে। তবে সত্যবতীর চরিত্রে যে নামটা সামনে এসেছে তা আরো বড় চমক। সোজা বলিউড থেকে নায়িকা আনিয়েছেন দেব (Dev)। কী এটা শুনে চমকে গেলেন তো? তাহলে চলুন পড়ে নিন বাকি প্রতিবেদন।
প্রসঙ্গত, এর আগে শোনা গেছিল দেবের বিপরীতে সত্যবতীর চরিত্রে অভিনয় করতে পারেন, দেব-বান্ধবী ‘বিনোদিনী’ রুক্মিণী। তবে সেই সমস্ত বিতর্কে জল ঢেলে সামনে এসেছে এক বলিউড ডিভার নাম। যদিও জন্মসূত্রে তিনি বঙ্গ তনয়া। তবে এখন আরব সাগরের পাড়েই পাকাপোক্ত ঘাঁটি গেড়েছেন।
তবে বিগত বেশকিছুদিন ধরেই তাকে দেখা যাচ্ছে বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’র বিচারকের আসনে। এতক্ষণে হয়ত বুঝেই গেছেন যে, আমরা কার কথা বলছি। সূত্রের খবর, সত্যবতী হিসেবে অভিনয় করতে পারেন মৌনি রায় (Mouni Roy)। এটাই প্রথম টলিউড সিনেমায় কাজ হবে মৌনির।
আপাতত খবর, পারিশ্রমিক নিয়ে কোনো একটা সমস্যা হয়েছে মৌনির টিম আর ছবির নির্মাতাদের মধ্যে। সেটা মিটে গেলেই শুরু হবে ছবির কাজ। প্রাপ্ত খবর অনুযায়ী, মে মাস থেকে শ্যুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। এবং সব ঠিকঠাক থাকলে আগামী ১৫ আগস্টের মধ্যেই মুক্তি পাবে দেব-মৌনির নতুন ছবি।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে উত্তমকুমার, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, গৌরব চট্টোপাধ্যায় বা সুশান্ত সিং রাজপুতের মতো অভিনেতারা পর্দায় ব্যোমকেশ হয়েছেন। এখন দেব সেই চরিত্র কতটা ফুটিয়ে তুলতে পারেন, সেটাই দেখার বিষয়।