Mousumi Chatterjee

Moumita

‘গর্ভের সন্তান স্বামীর নাকি বিনোদ মেহেরার?’ রাজেশ খান্নার নোংরা ইঙ্গিতের জবাব দেন মৌসুমী

আজকের দিনে বাংলা ইন্ডাস্ট্রির(Bengali Industry) যশখ্যাতি খানিকটা ম্রিয়মাণ হলেও একটা সময় ছিল যাকে স্বর্ণযুগ বলা হত। সেই স্বর্ণযুগের কিছু কারিগরের নাম জানতে চাইলে যে নামগুলি সামনে আসবে তার শীর্ষ দিকে থাকবে উত্তম-সুচিত্রা-মৌসুমীদের। আমাদের আজকের আলোচ্য ব্যক্তিত্ব হলেন এই মৌসুমী চট্টোপাধ্যায়(Mousumi Chatterjee)।

   

তার অভিনয় দক্ষতা এবং সৌন্দর্যের অনুরাগী তো অনেকেই আছেন। তবে অনেকেই হয়ত তার ব্যক্তিগত জীবনের গল্প জানেননা। জেনে অবাক হবেন যে মাত্র ১৬ বছর বয়সে বিয়ে করেন মৌসুমী চট্টোপাধ্যায়। অভানেত্রীর স্বামীর নাম জয়ন্ত মুখোপাধ্যায়। মৌসুমী সম্পর্কে কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ।

তো এই মৌসুমীকেই একবার এমন এক মন্তব্য করেছিলেন রাজেশ খান্না, যা শুনলে রীতিমতো চমকে উঠবেন আপনি। মৌসুমী যখন গর্ভবতী তখন এক সাক্ষাৎকারে রাজেশ খান্না তাকে প্রশ্ন করেন, “গর্ভে যে সন্তান রয়েছে তা কি বিনোদ মেহরার?” প্রশ্নটি হতবাক করা হলেও চুপ থাকেননি মৌসুমী।

পাল্টা প্রশ্নবান ছুড়েছিলেন রাজেশ খান্নার দিকে। আসলে সেই সময় রাজেশ খান্নার তৎকালীন স্ত্রী ডিম্পল কাপাডিয়া ও ঋষি কাপুরের রসায়ন নিয়ে চলছিল নানান জল্পনা কল্পনা। একদিকে তাদের অনস্ক্রিন হিট জুটি, অন্যদিকে অফস্ক্রিন রোমান্সের চর্চা। সবে মিলিয়ে পেজ থ্রীর পাতা হয়ে উঠেছিল সরগরম।

ঠিক গুজবকে কাজে লাগিয়ে মৌসুমী জিজ্ঞেস করেন, তার ও ডিম্পলের সন্তানেরা কি সত্যিই তার নাকি ঋষি কাপুরের? অভিনেত্রীর এই বোল্ড পদক্ষেপ কেড়েছিল ভক্তদের মন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের এই ঘটনার কথা শেয়ার করেছেন মৌসুমী। প্রসঙ্গত মৌসুমীর দুটি মেয়ের নাম পায়েল ও মেঘনা। যদিও ছোট মেয়ে পায়েল আর বেঁচে নেই। মাত্র ৪৫ বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে যান তিনি।

এদিকে মৌসুমীর কথা বললে, একটা দীর্ঘ সময় অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন নায়িকা। কারণ তিনি চাননি যে তার পেশাগত জীবনের আঁচ ব্যক্তিগত জীবনে পড়ুক। যার কারণে অমিতাভ, রাজেশ খান্নার মত টপ লেভেলের হিরোর সাথে কাজ করা সত্ত্বেও তাকে একাধিক ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল। সাম্প্রতিক কাজের কথা বললে অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’ ও সুজিত সরকারের ‘পিকু’তে তার অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছে।