Darjeeling

Darjeeling: গরমকাল নাকি শীতকাল! কোন সময় দার্জিলিং ঘোরার পারফেক্ট সময়? জানলে অনেক টাকা বাঁচবে

নিউজশর্ট ডেস্কঃ বাঙালির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল দার্জিলিং(Darjeeling)। এই দার্জিলিংকে আবার ‘কুইন অফ হিলস’ নামে পরিচিত। সারা বছরই এখানে দেশ-বিদেশ থেকে প্রচুর লোক ভ্রমণ করতে আসেন। বছরের প্রত্যেক ঋতুতেই এখানে কমবেশি পর্যটকদের ভিড় থাকে।

তবুও বাঙালীদের ভিড় সবসময় বেশি থাকে। এর কারণ বাঙালিরা হাতে অল্প সময়ের ছুটি পেলে ব্যাগপত্র গুছিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। এমনিতে এখন পাহাড়ে নানারকমের অফবিট লোকেশনে সন্ধান মিলছে। যার ফলে সারা বছরই পাহাড়ে ভিড় লেগেই রয়েছে। তবুও অনেকের মনেই প্রশ্ন থাকে দার্জিলিঙে বেড়ানোর সবথেকে সেরা সময় কোনটি?

এই বিষয়ে যদি সঠিক তথ্য জানা যায় তাহলে ভুল সময় দার্জিলিং না গিয়ে অনেক টাকা বেঁচে যায়। বিভিন্ন তথ্য মারফত জানা গিয়েছে যে এপ্রিল মাস থেকে জুন মাসে দার্জিলিং ঘুরতে যাওয়ার সেরা সময়। তবুও অনেকে খুব ঠাণ্ডায় দার্জিলিং যেতে পছন্দ করেন। অক্টোবরের শেষের পথে যখন বর্ষা প্রায় চলেই যায়, তখনও হালকা হালকা ঠাণ্ডার আমেজে দার্জিলিংয়ে ভালোমতো ভ্রমণ করা যায়।

Darjeeling

আরও পড়ুন: BSNL: এবার পাক্কা রাতের ঘুম উড়বে Jio-Airtel-র, মাত্র ৫৮ ও ৫৯ টাকার রিচার্জ প্ল্যান এনে চমকে দিল BSNL

দার্জিলিংয়ে খুব ভালো মতো তুষারপাত হয় না। কিন্তু তাপমাত্রা মাইনাসের দিকে না গেলেও বেশ জমিয়ে ঠান্ডা পড়ে এই সময় ঠান্ডা উপভোগ করার জন্য দার্জিলিং ভ্রমণ করেন পর্যটকরা। তবে গরমের সময় হালকা ঠান্ডা আমেজে মনোরম ওয়েদারে ঘুরে দেখার জন্য এই সময়টিকে অনেকে পারফেক্ট সময় হিসেবে ধরেন। এই সময় আবার অনেক ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত হয়। তবুও দার্জিলিং ভ্রমণের আগে ভালোভাবে সমস্ত কিছু জেনে তবে ভ্রমণ করা দরকার।

Avatar

Papiya Paul

X