বলিউড (Bollywood) হোক কিংবা টলিউড (Tollywood)। একটা সময় সর্বত্রই চলেছে মৌসুমী চট্টোপাধ্যায় (Moushumi Chatterjee) রাজত্ব। ৭০ এর দশকে যে কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি। যদিও বর্তমানে তাঁকে আর সেভাবে দেখা যাচ্ছে না অভিনয় জগতে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পুরনো অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। নিজের কেরিয়ারের সম্পর্কে জানালেন বেশ কিছু গোপন কথা।
অভিনেত্রীর সাফ কথা, ‘ইন্ডাস্ট্রিতে আমি কখনই সম্পর্ক তৈরি করতে আসিনি। কেবলমাত্র মনোযোগ দিয়ে আমার কাজটা করতে চেয়েছিলাম’। এমনকি এই সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। নিজের কেরিয়ার জীবন নিয়ে সামনে আনলেন নানান ধরনের কথা। ক্ষোভ উগরে দিলেন জনপ্রিয় পরিচালক মহেশ ভাটের বিরুদ্ধে।
সম্প্রতি লেহরেনকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘দেশপ্রেমী’ , ‘বরসাত কি এক বারাত’ ছবির কাজ ছেড়ে দেওয়ার নেপথ্যে ছিল বেশ কিছু কারণ। আমি কখনই আপস করতে রাজি ছিলাম না। একটা সময় অনেক বড় এক অভিনেত্রী আমাকে বলেছিলেন, আমি সুন্দরী, অভিনয়টাও নাকি ভালো করি। কিন্তু নায়কদের গুড বুকে আমার নাম নেই। এভাবে নাকি খুব বেশি দিন চলবে না’।
অভিনেত্রীর সংযোজন, ‘আমি এমন একটা ভান করে থাকতাম যেন আমি কিছুই বুঝিনা। যদিও একটা সময় আমার শ্বশুরমশাই হেমন্ত মুখোপাধ্যায় আমাকে একবার বলেছিলেন ইন্ডাস্ট্রিতে আমি কার স্ত্রী, কার পুত্রবধূ এসব কিছুই যায় আসে না। উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন সকলের সঙ্গে হেসে কথা বলতে। তবে কাউকে যেন বেশি বিশ্বাস না করে ফেলি। উনার পরামর্শ আমি পালন করতাম’।
এরপরেই মহেশ ভাটের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অভিনেত্রী। তিনি বলেন, ‘একটা সময় পরিচালক মহেশ ভাট আমাকে বলেছিলেন আমার কেরিয়ার যখনই ভালোর দিকে এগোয় তখনই নাকি আমি অন্তঃসত্তা হয়ে যাই। তাঁর কথামতো এগুলো আমার কেরিয়ারে বাঁধা হয়ে দাঁড়াতো। যদিও আমি এসবে খুব একটা বেশি পাত্তা দিনি। কারণ আমার কেরিয়ার এবং স্টারডমকে আমি কখনই মূল্যায়ন করিনি’।
উল্লেখ্য, ৭০ এর দশকে বাংলা এবং হিন্দি দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। দর্শকদের তিনি উপহার দিয়েছেন বহু হিট ছবি। আজও রয়েছে তার একাধিক অনুরাগী। ইন্ডাস্ট্রিতে এতটা বছর পেরিয়ে আসার পর অবশেষে পুরনো অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন মৌসুমী।